Tall Women Fashion: যেসব মহিলারা অ্যাভারেজ হাইটের তুলনায় লম্বা হন তাঁদের ফ্যাশন কী ধরনের হতে পারে?

ভারতীয় মেয়েদের অ্যাভারেজ হাইট একটু বেশি হলেই তাঁরা ফ্যাশন নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান মাঝে মধ্যেই। তার কারণ আর কিছুই নয়, নিজেদের পছন্দমত জামাকাপড় না পরতে পারা।

Tall Women Fashion: যেসব মহিলারা অ্যাভারেজ হাইটের তুলনায় লম্বা হন তাঁদের ফ্যাশন কী ধরনের হতে পারে?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 7:54 AM

যেসব মহিলারা বেশ লম্বা (Tall Women) হন, তাঁদের ক্ষেত্রে ফ্যাশন বা স্টাইলিং কিন্তু অনেকটাই আলাদা রকমের হয়। সাধারণ পোশাকে তাঁদের কিছুটা হলেও অদ্ভুত দেখতে লাগে। অর্থাৎ, তাঁদের ড্রেসিং (Dressing) একজন সাধারণ হাইটের মহিলার চেয়ে অন্য ধরনের হয়। ভারতীয় মেয়েদের (Indian Women) অ্যাভারেজ হাইট একটু বেশি হলেই তাঁরা ফ্যাশন নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান মাঝে মধ্যেই।

তার কারণ আর কিছুই নয়, নিজেদের পছন্দমত জামাকাপড় না পরতে পারা। কিন্তু একটু বুদ্ধি করে ফ্যাশন করলেই কিন্তু যে কোনও জায়গায় সবার নজর কেড়ে নেওয়া যায়। লম্বা হওয়া সত্যি বলতে একটা দারুণ গিফট। সেই গিফটকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে একজন লম্বা নারী সবচেয়ে সহজে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। কীভাবে ফ্যাশন করতে পারেন তাঁরা? এখানে কয়েকটি টিপস দেওয়া হল সেই বিষয়ে…

লং টি-শার্ট:

যারা লম্বা, তাদেরকে লম্বা টিশার্ট পরলে দেখতে ভালই লাগে। ক্যাপ্রি বা স্ট্রেটকাট জিনসের সাথে লং টিশার্ট পরে দেখতে পারেন। টাক-ইন করবেন না। অবশ্য অনেকেই আছেন যারা ক্রপ টপ বা টিশার্ট পছন্দ করেন, তারা কিন্তু হাই-ওয়েস্ট প্যান্টস দিয়ে আরামসে টিমআপ করতে পারেন। মনে রাখবেন টিশার্ট আর জিন্সের সাথে কিন্তু পাম্প শ্যু কিংবা ব্যালেরিনা ভাল মানাবে।

Tall Women Fashion Tips

মিড লেন্থ পোশাক:

আপনি মিড লেন্থ ড্রেস বা স্কার্ট ট্রাই করতে পারেন। সাধারনত এগুলোর হাঁটুর একটু নীচ পর্যন্ত ঝুল থাকে। কিন্তু আপনি যদি বেশি লম্বা হন তাহলে মিড লেন্থ ড্রেস বা স্কার্ট পরলে তার ঝুল হয়ত আপনার হাঁটু বা তার ঠিক ওপরেই শেষ হবে, অবশ্য তাতে সমস্যা কিছুই নেই। আর সত্যি বলতে, সেটা বেশ স্টাইলিশও লাগবে দেখতে। স্ট্র্যাপি হিলস দিয়ে মিড লেন্থ পরুন, ভালই লাগবে।

অ্যাঙ্কল লেন্থ জিনস:

অনেকেরই একটা খুব কমন সমস্যা হয় জিনস কিনতে গিয়ে। বেশি হাইটের জন্য ঠিকঠাক ঝুলের জিনস পাওয়া যায় না অনেক সময়েই। একটা কাজ করতে পারেন এক্ষেত্রে, সবথেকে লম্বা জিনসটাই কিনুন কিন্তু যখন পরবেন, তখন নিচের দিক থেকে জিনসটা ফোল্ড করে নিন। এতে একটা নতুন ফ্যাশনও হবে আবার কেউ বুঝতেও পারবে না যে জিনসটা আপনার হাইটের সঙ্গে ম্যাচ করছিল না বলে এই ভাবে পরেছেন। অবশ্য এখন কিন্তু অ্যাঙ্কল লেন্থ জিনসও পাওয়া যায়, যেগুলো গোড়ালি পর্যন্ত ঝুল থাকে। চাইলে সেরকম কিছুও ট্রাই করতে পারেন।

তথ্যসূত্র: পপএক্সো

আরও পড়ুন: End of Winter Fashion Tips: শীতকাল প্রায় শেষের দিকে, এই অবস্থায় আপনার ফ্যাশন টিপস ঠিক কেমন হতে পারে?

আরও পড়ুন: Deepika Padukone: ‘স্যুইমস্যুট পে জিন্স কৌন পেহেন্তা হ্যায় ভাই!’ সিনেমার প্রচারে পোশাক ঘিরে ট্রোলড দীপিকা