বলিউড অভিনেত্রী গৌহর খান সম্প্রতি তাঁর বন্ধুর বিয়ের উৎসবে যোগ দিতে দিল্লিতে গেছিলেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর অনুগামীদের সঙ্গে এই ইভেন্টের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। নতুন ছবিগুলি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। আপনি চাইলে এই ছবিগুলি থেকে ব্রাইডমেইডের অনুপ্রেরণা পেতে পারেন। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ের জন্য এই পোশাক চাইলেই বেছে নিতে পারেন।
গৌহর তাঁর বন্ধুর বিয়ের অনুষ্ঠানের জন্য একটি সুন্দর এমব্রয়ডারি করা গোলাপী এবং বেগুনি রঙের লেহেঙ্গা সেট বেছে নিয়েছিলেন। এই সাজে তাঁকে দারুণ সুন্দর দেখতে লাগছিল। তিনি ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “বিয়ের সময়: প্রিয় সময়।” সত্যিই তাই। বিয়ে মানেই অসাধারণ কিছু এথনিক পোশাকের সম্ভার।
গৌহরের বহু রঙের লেহেঙ্গাটি ডিজাইনার সিদ্ধার্থ বানসালের তাক থেকে সংগৃহীত। তাঁর গয়নাগুলি বিষ সিং জসবীর সিং জুয়েলার্স এবং আনমোল জুয়েলার্সের থেকে নেওয়া। তাঁর এথনিক এই লুক দেবকি বি স্টাইল করেছিলেন।
গৌহরের লেহেঙ্গা সেটে সবুজ, বেগুনি এবং হলুদ রঙের শেড ছিল। তাঁর ব্লাউজে আয়নার কাজ করা ছিল। এছাড়াও প্রচুর রঙের সুতোর শৌখিন কাজও করা ছিল স্লিভলেস এই ব্লাউজে। এতে একটা গোলাকার নেকলাইন আর একটা ক্রপযুক্ত হেমলাইন রাখা হয়েছিল। যা অভিনেত্রীর টোনড মিডরিফকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। গৌহর বহুমুখী ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গার সঙ্গে এমব্রয়ডারি করা ব্লাউজ পরেছিলেন। স্কার্টটি গোলাপী, বেগুনি, হলুদ এবং সাদা শেডের জটিল সুতোর কাজ দিয়ে পরিপূর্ণ ছিল।
অভিনেত্রী তাঁর মনোমুগ্ধকর এই এথনিক লুকে আরেকটি স্তর যোগ করেছেন। একটা সম্পুর্ণ অন্য স্বাদের হলুদ রঙের অর্গানজা দুপাট্টা তিনি এর সঙ্গে যুক্ত করেছিলেন। সিকুইন এবং স্ক্যালোপেডে সজ্জিত ছিল এই দুপাট্টা। একটি সাধারণ চোকার নেকলেস, ম্যাচিং কানের দুল, আংটি দিয়ে গৌহর তাঁর স্বাজ সম্পূর্ণ করেছিলেন। গৌহর তাঁর কোঁকড়ানো চুলগুলি খোলা রেখেছিলেন। উজ্জ্বল ত্বক, লাল গাল, ধাতব সোনালি চোখের শেড, বাঁকানো আইলাইনার, গোলাপী ঠোঁটের শেড দিয়ে তিনি তাঁর মেক আপ সেরেছিলেন।
গৌহর সদ্য তাঁর স্বামীর সঙ্গে বেশ এক হোটেলের লাউঞ্জে দাঁড়িয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। বেশ কিছুদিন আলোচনার বাইরে থেকে হঠাৎ করেই আবার ফিরে এসেছেন তিনি। শুরুটা করলেন ফ্যাশন দুনিয়ায় রঙচঙে নানান সাজের মধ্যে দিয়ে। বলিউডের মূল ধারায় ফেরার এখনও কোনও খবর পাওয়া যায় নি।
আরও পড়ুন: মানুশির এই মন্ত্রমুগ্ধ পোশাকে তিনি নিজেকে ফ্রিদার অনুপ্রেরণায় সাজিয়ে তুললেন
আরও পড়ুন: নিজের সিনেমার প্রচারে রুবি লাল রঙের শাড়ি পড়লেন অভিনেত্রী, কত দাম এই শাড়ির? জেনে নিন…