Jacqueline Fernandez Fashion: জ্যাকলিনের শ্বেত শুভ্র শাড়ির সাজে চমকে গেল ইন্টারনেট দুনিয়া…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 28, 2021 | 7:09 AM

জ্যাকলিন তাঁর এই লুকটি সম্পূর্ণ করার জন্য এমব্রয়ডারি করা সাদা জ্যাকেট পরেছিলেন। এই জ্যাকেটের সেভাবে কোনও হাতা ছিল না। জ্যাকেটের একদম সামান্য অংশ দৃশ্যমান ছিল।

Jacqueline Fernandez Fashion: জ্যাকলিনের শ্বেত শুভ্র শাড়ির সাজে চমকে গেল ইন্টারনেট দুনিয়া...

Follow Us

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সব সময়ই তাঁর সাহসী সাজে আমাদের মুগ্ধ করে এসেছেন। তিনি তাঁর ফ্যাশন নিয়ে কখনও আপোষ করেন না। বিভিন্ন ধরনের পোশাক নিয়ে তিনি সব সময় পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। কখনও ওয়েস্টার্ন টপ কিংবা কখনও একদম ভারতীয় সাজ। কখনও বিকিনি তো কখনও একেবারে এথনিক। জ্যাকলিনের মধ্যে একটা নিজস্বতা আছে যা তাঁকে যেকোনও সাজেই অসাধারণ করে তুলতে পারে। তাঁর সাম্প্রতিক ফটোশুটে যেমন একটা খুব সাধারণ শাড়িতেই অজাগতিক একটা লুক এনে দিয়েছেন তিনি।

যখন এথনিক পোশাকের কথা আসে, জ্যাকলিন সেই সাজে অল্প ফিউশন পছন্দ করেন। এক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি। এই ফটোশুটের জন্য তিনি একটি ক্লাসিক সাদা শাড়িকে আধুনিক মোড় দিয়েছেন। ফলস্বরূপ তাঁর চেহারা হয়ে অত্যন্ত আকর্ষনীয় হয়ে উঠেছিল।

জ্যাকলিন এই ফটোশুটের জন্য একটি সুতোর কাজ করা সাদা শাড়ি পরেছিলেন। বলতেই হয়, শাড়িতে সুতোর কাজ সত্যিই চোখে পড়ার মতোই ছিল। শাড়ির সাদা রঙের সঙ্গে জ্যাকলিনের সৌন্দর্য আরও বেশি গাঢ় হয়ে উঠেছিল। আঁচলের উপরও নিখুঁত সুতোর কাজ করা ছিল। আঁচলের সীমানায় অসাধারণ সুন্দর জরির কাজ শাড়ির সামগ্রিক জৌলুসকে অনেকাংশে বাড়িয়ে তুলেছিল। শাড়ির সঙ্গে সাদা রঙের ব্রালেট কাট ব্লাউজ পরেছিলেন জ্যাকলিন। এই স্লিভলেশ ব্লাউজেরও বেশ কিছুটা অংশ জুড়ে সুতোর কাজ করা ছিল। জটিল সুতোর কাজের পাশাপাশি ব্লাউজে একটি গভীর নেকলাইন, হেম, পুঁতি এবং মুক্তোর কাজও ছিল। 

জ্যাকলিন তাঁর এই লুকটি সম্পূর্ণ করার জন্য এমব্রয়ডারি করা সাদা জ্যাকেট পরেছিলেন। এই জ্যাকেটের সেভাবে কোনও হাতা ছিল না। জ্যাকেটের একদম সামান্য অংশ দৃশ্যমান ছিল। এথনিক সাজে শাড়ির সঙ্গে জ্যাকেট বেছে নেওয়ার কারণে জ্যাকলিনের এই সাজ একটা নতুন মোড় নিয়েছে।

এমারাল্ড চোকার নেকলেস, ব্রেসলেট, কানের দুল এবং স্ট্যান্ডআউট রিং দিয়ে ডিভা নিজেকে সাজিয়ে তুলেছিলেন। এভাবেই জ্যাকলিনের তাঁর সাদা স্টাইলে সামান্য রঙের ছোঁয়া যোগ করেন। তিনি হলিউডের পুরোনো দিনের একটি ক্লাসিক ভিন্টেজ চুলের স্টাইল বেছে নিয়েছিলেন। চকচকে গোলাপী লিপি শেড, লাল গাল, উজ্জ্বল ত্বক, মসৃণ আইলাইনার, মাসকারা এবং নিখুঁত কনট্যুর দিয়ে জ্যাকলিন তাঁর মেকআপ সম্পূর্ণ করেছিলেন।

জ্যাকলিনকে শেষ ‘ভূত পুলিশ’ সিনেমাতে দেখা যায়। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন সইফ আলি খান, ইয়ামি গৌতম এবং অর্জুন কাপুর। সিনেমাটি ডিসনি প্লাস হটস্টারে স্ট্রিম করা যাচ্ছে।

আরও পড়ুন: Ananya Panday Fashion: কো-অর্ডে নতুন টুইস্ট দিলেন অনন্যা পাণ্ডে, ছবিতে উঁকি মারলেন রণবীর সিং…

আরও পড়ুন: Priyanka Chopra: প্যারিসের ইভেন্ট স্বপ্নের রাণীর বেশে প্রিয়াঙ্কা চোপড়া! দেখে নিন সেই নজরকাড়া ফ্য়াশনের ঝলক…

Next Article