Ananya Panday Fashion: কো-অর্ডে নতুন টুইস্ট দিলেন অনন্যা পাণ্ডে, ছবিতে উঁকি মারলেন রণবীর সিং…
ছবিতে রণবীরকে দেখে মনে হয় যে তিনি অনন্যার ছবির মধ্যে ঢুকে পড়েছিলেন। যদিও, আদতে সেটা একটা পোজ ছিল। যদিও ছবিটির মূল উদ্দেশ্য ছিল অনন্যার গ্ল্যামারকে হাইলাইট করে দেখানো।
২০২১-এর গরমকালটা ফ্যাশনের একটা নতুন ট্রেন্ড দেখেছিল। কো-অর্ড সেট। এবার, বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এই সেটে নিজস্ব টুইস্ট এনেছেন। তিনি সবুজ ব্লেজারের সঙ্গে ম্যাচিং সবুজ শর্টস পরেছিলেন। সবুজ বেল্টের সঙ্গে তাঁর শর্টসটি তাঁকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। সামগ্রিক এই পোশাক অনন্যাকে সাবলীল আর নিখুঁত সুন্দর একটা সাজ এনে দিয়েছে।
তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনন্যা রণবীর সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিল। দেখা যায় যে রণবীর একটা রঙবেরঙের বড় ছাতা নিয়ে অনন্যার পেছনে দাঁড়িয়ে আছেন। মূলত রণবীরকে দেখে মনে হয় যে তিনি অনন্যার ছবির মধ্যে ঢুকে পড়েছিলেন। যদিও, আদতে সেটা একটা পোজ ছিল। যদিও ছবিটির মূল উদ্দেশ্য ছিল অনন্যার গ্ল্যামারকে হাইলাইট করে দেখানো।
View this post on Instagram
সেলিব্রিটি স্টাইলিস্ট লক্ষ্মী লেহরের স্টাইল করা একটি পুরোপুরি সবুজ লিনেন ব্লেজার বেছে নিয়েছিলেন অনন্যা। এটা ফুল হাতা ছিল আর এতে দুটো বড় আকারের পকেট ছিল। অনন্যা এটিকে সবুজ রঙের শর্টসের সঙ্গে ম্যাচ করে পরেছিলেন। ব্লেজারের সঙ্গে একটা সবুজ রঙের কাপড়ের বেল্টও পরেছিলেন তিনি। অভিনেত্রী একটা খুব শৌখিন নীল রঙের হিল দেওয়া জুতো পরেছিলেন। তাঁর সাজকে আরও সুন্দর করার জন্য তিনি তাঁর চুলগুলিকে মাঝখান থেকে আলাদা করে কাঁধের দু’পাশে ছড়িয়ে রেখেছিলেন। গয়নার ক্ষেত্রে যদিও তিনি শুধুমাত্র আঙুলে কয়েকটা আংটি ছাড়া আর কিছুই পরেন নি।
গোলাপী লিপস্টিক, হাইলাইট করা গাল, চোখে অল্প মাসকারা দিয়ে অনন্যা নিজের মেকআপ করেছিলেন। তিনি রণবীরের সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন, “ছাতা সূর্যকে দূরে রাখতে পারে কিন্তু উষ্ণতাকে নয়।” রণবীরের পোশাক সম্বন্ধে বিস্তারিত জানা যায় নি। কারণ রণবীর প্রায় পুরোটাই ঢাকা পড়ে গিয়েছিলেন ছবিতে। তবে যতদূর দেখা যায় তাতে মনে হয় তিনি হাত কাটা গেঞ্জি পরেছিলেন। সঙ্গে ছিল ডেনিম জিন্স। একটি শুটিং সেটে এই ফটোশুট করা হয়েছিল। অনন্যাকে খুব তাড়াতাড়ি কিছু নতুন সিনেমায় দেখার সম্ভাবনা রয়েছে।
এই পোশাকটি লেবাননের ফ্যাশন ডিজাইনার ডালিদা আইয়াচের নামী ফ্যাশন কালেকশন থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি যদি এই সামার কালেকশনকে আপনার কাছে রাখতে চান তাহলে এটা ডিজাইনারের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। ডিজাইনার ওয়েবসাইটে এই কো-অর্ড সেটের দাম ৪৪০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩২,০০০ টাকা)।