পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন বরাবর। মিউজিক ভিডিয়োয় তাঁর স্টাইলিশ লুক দারুণ হিট তো বটেই, ট্রেন্ডিংও বটে। সদ্য ৩৬বছরে পা দিয়েছেন শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিন ফার্ণান্ডেজ। পশ্চিমী যেকোনও আউটফিটেই অনন্যা এই বলিউড অভিনেত্রী। তবে ভারতীয় এথনিক পোশাকেও তিনি তিলোত্তমা। সেক্সি গাউন নয়, স্টাইলিশ শাড়িতে এই বোল্ড নায়িকার দেশি লুকের কয়েক ঝলক দেখে নিন এখানে…
ভারতীয় পোশাকেও সাবলীল জ্যাকলিন। অনিতা ডোংরের ডিজাইনার লেহেঙ্গার সম্ভার থেকে এই নায়িকা বেছে নিয়েছেন বিজ রঙা ব্লাউজ ও হলুদ ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা।
বিয়ের অনুষ্ঠানে শাড়ি পরতেও ভালোবাসেন তিনি। মনীশ মলহোত্রার ডিজাইনার সাদা শাড়ির সঙ্গে বেছে নিয়েছেন টিউব-স্টাইল ব্লাউজ।
কালো শাড়ির সঙ্গে সিলভার বাটারফ্লাই মোটিফে শ্রীলঙ্কান সুন্দরীর দুরন্ত লুকে মোহিত হবেন ভক্তরা। সঙ্গে ট্র্যাডিশনাল সোনার জুয়েলারিতে আরও বেশি উজ্জ্বল তিনি।
ভারতের যে কোনও উত্সবে থাকে রঙের ছোঁয়া। আবু জানি সন্দীপ খোসলার লেহেঙ্গায় উত্সবের মেজাজে মেতেছেন এই সুন্দরী নায়িকা। গোট্টা-পাত্তি কাজ করা উজ্জ্বল ও কালারফুল লেহেঙ্গা সেটেও সাবলীল জ্যাকলিন।
ভারতীয় সাজে বেনারসি শাড়ি থাকবে না তা কী করে হয়! লাল বেনারসি শাড়ি ও কালো ডিজাইনার ব্লাউজে গ্ল্যামারাস জ্য়াকলিনের দিক থেকে চোখ ফেরানো কঠিন।
আরও পড়ুন: গো বোল্ড অর গো হোম! এই মেকআপ মন্ত্রেই মাত করুন পার্টির মেজাজ!