AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiara Advani: শুধুমাত্র করসেট টপ আর লেদার প্যান্টস! শীতের দিনে ‘হটগার্ল’ কিয়ারার লুক দেখে ছিটকে যাবেন জাস্ট

Fashionable Outfit: স্টাইলিশ পোশাক যেমন আকর্ষণীয়, তেমনি আরও একটি জিনিস ফ্যাশনপ্রেমীদের চোখে ধরা পড়বে। সোনালীর রঙের চেইন দেওয়া ছোট কালো লেদারের ভার্সেস ব্যাগ।

Kiara Advani: শুধুমাত্র করসেট টপ আর লেদার প্যান্টস! শীতের দিনে 'হটগার্ল' কিয়ারার লুক দেখে ছিটকে যাবেন জাস্ট
তবে বিয়ে নিয়ে একাধিক জল্পনা সত্ত্বেও দুই স্টার এই মর্মে এখনও মুখ খোলেননি। যদিও বিয়ের কোনও খবরই চাপা থাকছে না। একবার বিচ্ছেদের পরই সম্পর্কে ফিরে মুখে কুলুপ।
| Edited By: | Updated on: Nov 21, 2022 | 6:46 PM
Share

বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা এখন কিয়ারা আডবাণী (Kiara Advani)। ইন্সটাগ্রাম প্রোফাইলে উঁকি মারলেই দেখতে পাবেন ক্যাজুয়াল ড্রেস (Casual Dress) থেকে রেড কার্পেট বা ছবির প্রমোশনের জন্য় যে সব আউটফিট বেছে নেন, তা নিঃসন্দেহে ফ্যাশনেবল ও ট্রেন্ডি (Fashionable Outfit)। ফ্যাশনপ্রেমীদের কাছে তাঁর ফ্যাশন সেন্স অন্য মাত্রা যোগ করে। ক্যাজুয়াল পোশাক থেকে শুরু করে ট্র্যাডিশনাল আউটফিট, কিংবা শাড়ির কালেকশনেও তাঁর লুক ফ্য়াশনপ্রেমী ও ফ্যানেদেরকে মুগ্ধ করে। কিয়ারার ফ্যাশনমন্ত্রটি অত্যন্ত সহজ ও সাধারণ। তাঁর মতে যে পোশাক বেছে নিন, সেই আউটফিট যেন আরামদায়ক, সিম্পল ও স্টাইলিস হতে হবে। তা সে ট্র্যাডিশনাল আউটফিট হোক বা একদিনের জন্য ক্যাজুয়াল ড্রেস, কিয়ারা জানেন কিভাবে কোথায় পোশাকের সঙ্গে ম্যাচিং সাজে সজ্জিত হতে হয়। নিজেকে আরও সুন্দরী করে তুলতে কিয়ারা পছন্দ লেটেস্ট ট্রেন্ডি ও ফ্যাশনবেল ড্রেস। সম্প্রতি একটি ফটোশ্যুটের জন্য করসেট টপ ও চকচকে লেদারের ট্রাউজার্স বেছে নিয়েছিলেন।

কিয়ারাকে সব স্টাইলের পোশাকেই দেখা যায়। সম্প্রতি ইন্সটাগ্রামে বোল্ড ড্রেসে ছবি পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর লুক। চকচকে মসৃণ লেদারের একটি ট্রাউজার্সের উপর করসেট টপ পরেছেন তিনি। ইনডোর ফটোশ্যুটের জন্য পরেছিলেন কালো রঙের স্লিপ ইন টপের উপর ডেনিমের করসেট টপ পরেছিলেন কিয়ারা। কালো রঙের স্লিপ-ইন টপটি মিডরিফ বারিং প্যাটার্নের হওয়ায় নীল ডেনিমের করসেট টপটি যেন বেশি চোখে লেগেছে। ডিপ নেকলাইন করসেটটি পরে কিয়ারার হটলুক যেন আরও বেশি করে আকর্ষণ করেছে। অন্যদিকে বডিকন-সহ কালো লেদারের ট্রাউজার্সের সঙ্গে এই স্টাইলিশ টপটি যেন ম্যাচিং বলে মনে হবে। গোটা লুকটি সাধারণ হলেও কিয়ারার সামগ্রিক লুকে ছিল বোল্ডেনেসের দ্যুতি!

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

এ তো গেল আউটফিট নিয়ে আলোচনা। স্টাইলিশ পোশাক যেমন আকর্ষণীয়, তেমনি আরও একটি জিনিস ফ্যাশনপ্রেমীদের চোখে ধরা পড়বে। সোনালীর রঙের চেইন দেওয়া ছোট কালো লেদারের ভার্সেস ব্যাগ। দেখতে সত্যিই সুন্দর। আউটফিটের সঙ্গে দারুণ মানিয়েছে এই মিষ্টি ব্যাগটি। তাঁর কথায়,’ ছোট্ট ব্যাগটি একটি ভার্সেস লা মেদুসা থেকে পেয়েছি।’ ছবির ক্যাপশনে এমনটাই কিয়ারা লিখেছেন। ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন বলিউডের অন্যতম তারকা অনন্যা পান্ডেও। তিনি ওই ছবিতে লিখেছেন তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। অনন্যার প্রশংসায় কিয়ারার হাসি হয়েছে চওড়া।

ক্যামেরা সামনে পোজ দেবেন আর মেকআপ করবেন না তা কি করে হয়! চুল খোলা থাকলেও ট্রেসগুলিকে ঢেউ খেলানোর স্টাইলে রাখা হয়ছে। মিনিম্য়াল মেকআপই বরাবর পছন্দ করেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা। চোখের মেকআপ হিসেবে ন্যুড আইশ্যাডো, ব্ল্য়াক আইলাইনার, কালো কাজলের ছোঁয়া, মাস্কারা, কনট্যুরড গাল, ন্যুড লিপস্টিকেই বোল্ড লুকে সেজে উঠেছেন।