Kiara Advani Latest Photoshoot : ৭৯,০০০ টাকার ব্রালেট আর স্কার্ট সেট পরে ছবির প্রচারে কিয়ারা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 08, 2021 | 10:37 AM

উজ্জ্বল ত্বক, চকচকে নিউড শেডেড ঠোঁট, কাজলকালো চোখ, পূর্ণ ভ্রু, একটি বিনয়ী বিন্দি, লালচে গাল এবং হাইলাইট করা ডিটেলস...সব মিলিয়ে কিয়ারা আডবাণী তাঁর এই নতুন লুকে এলিগেন্সকে অসাধারণভাবে ধরে রেখেছেন।

Kiara Advani Latest Photoshoot : ৭৯,০০০ টাকার ব্রালেট আর স্কার্ট সেট পরে ছবির প্রচারে কিয়ারা

Follow Us

বলিউড অভিনেতা কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা সক্রিয়ভাবে তাদের আসন্ন চলচ্চিত্র শেরশাহকে প্রচার করছেন। কার্গিল যুদ্ধে নিহত এবং পরমবীর চক্র দ্বারা মরণোত্তর সম্মানিত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। সিনেমার মূল চরিত্রে অভিনয় করা দুই নায়ক নায়িকাকে ঘিরে ইতিমধ্যেই অনেক জল্পনা শুরু হয়েছে। তারা দুজনেই একটি শুটের জন্য অসাধারণ ‘এলিগেন্ট’ সাজে সেজেছিলেন।

কিয়ারা আডবাণী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন যা তাঁর নতুন লুক দর্শকের সামনে এনেছে। একটি নিও-এথনিক ব্রেসলেট এবং স্কার্ট সেটে তাঁর এই নতুন চেহারা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও ছবি দেন তিনি।

যেখানে কিয়ারা ডিজাইনার জেজে ভালায়ার লেবেল থেকে একটি অত্যাশ্চর্য কালো এবং সাদা সুতোর কাজের পোশাক বেছে নিয়েছিলেন, সেখানে সিদ্ধার্থ Khanijo-এর একটি পিনস্ট্রাইপ স্যুট পরেছিলেন, Tyagi Akshay এবং Countrymade-এর কালো কুর্তা আর স্কার্ফের সাথে।

কিয়ারা অসাধারণ সুন্দর একটা ব্রালেট পরেছিলেন যার মধ্যে একটা প্লাঞ্জিং ভি নেকলাইন ছিল। স্লিভলেস এই ব্রালেটের মধ্যে ছিল নিপুণ সুতোর কাজ, সাইড জিপ ক্লোজার, ব্যাকলেস ডিটেইলসের সঙ্গে বেঁধে রাখা ডোরি এবং হেমের উপর একটি কালো এবং সাদা প্যাটার্ন।

উজ্জ্বল ত্বক, চকচকে নিউড শেডেড ঠোঁট, কাজলকালো চোখ, পূর্ণ ভ্রু, একটি বিনয়ী বিন্দি, লালচে গাল এবং হাইলাইট করা ডিটেলস…সব মিলিয়ে কিয়ারা আডবাণী তাঁর এই নতুন লুকে এলিগেন্সকে অসাধারণভাবে ধরে রেখেছেন।

আপনার আলমারিতে কিয়ারার এই অসাধারণ পোশাক যোগ করতে চান? তবে,প্ল্যান করতেই পারেন। ব্রালেট এবং স্কার্ট সেটের মূল্য ৭৯,৫০০ টাকা।

 

শেরশাহ (Shershah) সিনেমাটি ১২ অগাস্ট রিলিজ করতে চলেছে Amazon Prime-এ।

 

আরও পড়ুন : রণবীরের নতুন ‘ব্লু লুক’

Next Article