Rubina Dilaik Fashion: মালদ্বীপে স্বামীর সঙ্গে লাঞ্চ ডেটে ব্যস্ত রুবিনা, পরিধানের লাল বিকিনির দাম জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 03, 2021 | 7:06 AM

রুবিনা একটি প্রিন্টেড স্কার্ফ এবং টিন্টেড নীল এভিয়েটর দিয়ে সেটটি পরেছিলেন। তিনি তাঁর চুলগুলিকে একটা নরম টপ গিঁটে বেঁধেছিলেন। উজ্জ্বল ত্বক এবং চকচকে লিপ শেড দিয়ে একদম মিনিমাল মেকআপ করেছিলেন তিনি।

Rubina Dilaik Fashion: মালদ্বীপে স্বামীর সঙ্গে লাঞ্চ ডেটে ব্যস্ত রুবিনা, পরিধানের লাল বিকিনির দাম জেনে নিন...

Follow Us

বিগ বস সিজন ১৪-এর বিজয়ী রুবিনা দিলাইক স্বামীর সঙ্গে মালদ্বীপে সময় কাটাচ্ছেন। অভিনেত্রী তাঁর স্বামী অভিনব শুক্লের জন্মদিন উদযাপন করতে এখানে গিয়েছিলেন। তিনি তাঁর এই ছুটি কাটানোর মুহূর্তের কিছু দারুণ ছবি শেয়ার করছেন। রুবিনার সাম্প্রতিক পোস্টগুলির মধ্যে তাঁকে একটি লাল বিকিনি পরা অবস্থায় দেখা যায়। তিনি মালদ্বীপের সমুদ্র সৈকতে একটা সুন্দর সময় উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায়। 

ফ্যাশন সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য ইন্সটাগ্রামের থেকে ভাল প্ল্যাটফর্ম আর সেভাবে কিছুই হয় না। রুবিনা তাঁর ইনস্টাগ্রামে মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে অভিনবের সঙ্গে তাঁর লাঞ্চ ডেটের কিছু ছবি শেয়ার করেছেন। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, “এমন লাঞ্চ ডেট যা আগে কখনও হয়নি … অসাধারণ এই দৃশ্য দেখা যাচ্ছে এই দ্বীপে …!” ছবিতে তিনি সি-বিচে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পাশপাশি তাঁকে তাঁর দুপুরের খাবার উপভোগ করতে, শেল সংগ্রহ করতে এবং আরও অনেক কিছু কাজের মধ্যে দেখা যায়।

লাল রঙের বিকিনি সেটটা রুবিনা তাঁর সি বিচের লাঞ্চের জন্য বেছে নিয়েছিলেন। এই বিকিনি ডিজাইনার লেবেল ফ্লার্টটিয়াস ইন্ডিয়ার তৈরি করা। এই বিকিনি সেট কিনতে আপনার খরচ হবে ৭,০০০-এর কিছু কম। তিনি এই বিকিনি সেটটিকে এতটাই সাধারণ চেহারার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন, যে আমাদের মধ্যে অনেকেরই এই সেটটি ওয়াড্রোবে রাখার ইচ্ছে হতে পারে।

রুবিনার সি বিচের চেহারাকে পর্যবেক্ষণ করে দেখলে কিছুটা এরকম দাঁড়ায়- একটি বিকিনি টপ যার মধ্যে একটা গভীর নেকলাইন আছে, বেশ লম্বা স্ট্র্যাপ এবং সামনের দিকে বেশ উঁচু করে হেমের কাজ করা আছে। তার আকর্ষণীয় কার্ভগুলো দেখিয়ে, তিনি কোমরের উপর ধাতব ব্রোঞ্জের বাকল পরেছিলেন। এই সাজ তাঁর অতি সাধারণ মানের সাজকেও বেশ নজর কাড়ানো করে তুলেছিল।

আপনি যদি আপনার সংগ্রহে এই বিকিনি সেট অন্তর্ভুক্ত করতে চান তাহলে জেনে রাখুন, এই বিকিনি সেটটি ‘স্ট্রবেরি ফিল্ড বিকিনি’ নামে পরিচিত। এই সেটটি ‘ফ্লার্টটিয়াস ইন্ডিয়া’-এর ওয়েবসাইটে পাওয়া যায়। এর দাম হবে ৬,১৬০ থেকে ৬,৭২০-এর মধ্যে।

অভিনেত্রী একটি প্রিন্টেড স্কার্ফ এবং টিন্টেড নীল এভিয়েটর দিয়ে সেটটি পরেছিলেন। তিনি তাঁর চুলগুলিকে একটা নরম টপ গিঁটে বেঁধেছিলেন। উজ্জ্বল ত্বক এবং চকচকে লিপ শেড দিয়ে একদম মিনিমাল মেকআপ করেছিলেন রুবিনা।

আরও পড়ুন: Daniel Craig: জেমস বন্ডের নয়া সিরিজের প্রিমিয়ার শোয়ের স্পটলাইট কাড়লেন ড্যানিয়েল! নেটপাড়ায় হৈচৈ

আরও পড়ুন: Vicky Kaushal Fashion: সর্দার উধমের ট্রেলার লঞ্চে একদম সাধারণ সাজে নজর কাড়লেন ভিকি কৌশল…

আরও পড়ুন: Jacqueline Fernandez: জ্যাকলিনের এই সাদা ওয়ান পিস গাউনের দাম শুনলে অবাক হবেন!

Next Article