শীতকাল তো কী, আরামদায়ক পোশাক না হলে ফ্যাশন ও স্টাইল কোনটাই হয় না। বাড়ি বা পার্টি যেখানে থাকুন না কেন, সেগুলি কমফর্ট না হলে তা সত্যিই পরার অযোগ্য। সম্প্রতি নেহা ধুপিয়া একটি মখমলের কাফতান পরে ফটোশ্যুটের কয়েকটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শীতকালে কালো মখমলের কাফতানটি সেলেব্রিটিরা তো বটেই, সাধারণরাও এই দারুণ পোশাকটি পরতে পারেন, যে কোনও অনুষ্ঠানে বা পার্টিতে।
সানকিসড করা ছবি দিয়ে নেহা ২টি ছবি পোস্ট করেছেন নিজের প্রোফাইলে। সেখানে একটি প্রিন্টেড সিল্কের কালো মখমলের কাফতান ড্রেসে বেশ ছুটির মেজাজকে নিয়ন্ত্রণ করেছেন। ড্রেসটি ছুটির মরসুমে উত্সব ইন-হাউস পার্টির জন্য একেবারে উপযুক্ত।
ছবিতে দেখা গিয়েছে, গোড়ালি পর্যন্ত দীর্ঘ একটি কাফতান পরেছেন নেহা। সিল্ক মখমলের কাপড় দিয়ে তৈরি এই কাফতানটি বেল্ট দিয়ে বদ্ধ করা ছিল। আর ছিল ব্রোচ। কাফতানের বেল্টটি কোমরের অংশ থেকে বেঁধে রাখা ছিল। যাতে পুরো পোশাকটাই ঢিলেঢালা না মনে করা হয়। এছাড়া সিল্ক কাফতানের প্রান্তে রয়েছে সুন্দপ সাদা পুঁতির কাজ। সঙ্গে পোশাকের সঙ্গে মানানসই জুতো ও জুয়েলারি বেছে নিয়েছিলেন তিনি। জুয়েলারির মধ্যে চোকার ও একটি সুন্দর কালো সানগ্লাস দিয়ে আলাদা লুক আনার চেষ্টা করেছেন।
ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাজদীপ রানাওয়াতের লাক্সারি লাইফস্টাইল কালেকশনের থেকে এই সুন্দর ও অসাধারণ কাফতানটি বেছে নিয়েছিলেন নেহা। সাধারণ সিলুয়েট, সিল্ক ও মেটাল থ্রেড, পুঁতির কারুকাজ সত্যিই দৃষ্টি আকর্ষণ করে।
ভাবছেন শীতকালে আবার কাফতান কেন? গরম কালে কাফতান পরে যে আরাম তাতে শীতকালে কাফতানে কতটা ঠান্ডা প্রতিরোধ করতে পারবে! শীতের জন্য বাড়িতে হোস্টেস গাউন হিসেবে এই ধরনের পোশাকর পরা যেতে পারে। তবে নেহার মতোন শীতেও যদি লাইমলাইটে থাকতে চাও ,াতহলে এমন সাজ সত্যিই আদর্শ ও উপযুক্ত।
আরও পড়ুন: Alia Bhatt: ক্রিসমাসের আগেই ক্রপ জ্যাকেট ও মিনি স্কার্টে আগুন ঝরালেন আলিয়া!