অনেক মহিলাই মনে করেন তাদের ফিগার এই জাম্পসুট পরার উপযুক্ত নয়। আবার অনেকে ভাবতে থাকেন এর সঙ্গে ঠিক কীরকম অ্যাকসেসরি পরলে ভালো দেখাবে। এই ধরণের চিন্তা নেহাত অমূলক নয়। তবে চিন্তার গোড়ায় গলদ আছে। অর্থাৎ জাম্পসুট পরে সুন্দর দেখাতে হলে আপনাকে প্রথমেই সঠিক জাম্পস্যুট বেছে নিতে হবে। তার পরে ঠিক করতে হবে কী অ্যাকসেসরি আপনি এর সঙ্গে পরবেন। চিন্তার কোনও কারণ নেই। এবারের ক্রিসমাসে বিভিন্ন পার্টিতে আপনার সৌন্দর্য বাড়াবে জাম্পসুট।
ক) ড্রেস যেমন নানা প্রকারে পাওয়া যায় ঠিক তেমনি জাম্পসুটেরও নানা প্রকারভেদ আছে। তাই আমাদের প্রথম কাজ হল সঠিক জাম্পস্যুট বেছে নেওয়া বা কেনা।জাম্পসুট কিনতে গেলে প্রথমে ভেবে দেখুন এটা আপনি সকালে ক্যাজুয়াল কোনও অনুষ্ঠানে পরবেন নাকি রাত্রে কোনও ডিনার পার্টিতে পরবেন।
খ) আবহাওয়ার কথাটা মাথায় রাখতে হবে। শীতকালে লম্বা হাতা জাম্পসুট এবং গরমকালে হাত কাটা বা স্লিভলেস জাম্পসুট কিনতে পারেন।এরপর আপনাকে পছন্দমতো দু তিনটে জাম্পসুট নিয়ে ট্রায়ালরুমে ঢুকতে হবে। যে জাম্পসুট আপনার কোমরের কাছে ফিট হচ্ছে এবং পায়ের দিকে ঢিলা হচ্ছে সেটাই আপনার জন্য আদর্শ জাম্পসুট।
গ) আপনি যদি দীর্ঘাঙ্গী হন তাহলে পায়ের দিকে ছড়ানো জাম্পস্যুট যেটা মাটির একটু ওপরে শেষ হয়ে গেছে সেরকম কিনতে পারেন। যদি আপনার উচ্চতা কম বা মাঝারি হয় তাহলে স্লিম ফিট ক্রপড স্টাইল জাম্পসুট কিনবেন। পায়ের ঝুল বেশি হলে আপনার উচ্চতা আরও কম দেখাবে।
ঘ) যখন জাম্পসুট পরবেন তখন কালার কম্বিনেশান নিয়ে একটু সচেতন থাকবেন। কালার কম্বিনেশান একটু এদিক ওদিক হলেই কিন্তু দফারফা হয়ে যায় পুরো জাম্পসুটের। আপনি বেছে বেছে দামী একটা জাম্পসুট কিনলেন আর উল্টোপাল্টা অ্যাকসেসরি নিলেন, তাহলে কিন্তু দৃষ্টি আকর্ষণের কারণটা প্রশংসার জায়গায় খোরাক হয়ে যেতে পারে।
ঙ) একদম সঠিক স্টাইল এবং সঠিক কালার কম্বিনেশানের উদাহরণ। কিন্তু আপনি পরলেন লাল জুতো, হাতে নিলেন সবুজ ক্লাচ আর আপনার জাম্পসুটের রঙ হল নীল তাহলে বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা ঠিক কীরকম ভয়ানক দাঁড়াবে।
ছ) পালাজো জাম্পসুট এখন বেশ ট্রেন্ড-এ আছে। তাছাড়া স্কিন ফিটিং জাম্পসুট সবাইকে মানায় না। কিন্তু পালাজো জাম্পসুট সবাই পরতে পারে। এক্ষেত্রে শীত এড়িয়ে যেতে ভেতরে ইনারের ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন