Neha Dhupia: নয়া মেটারনিটি ফ্যাশন শ্যুটে বোল্ড অন্তঃসত্ত্বা নেহা! দেখুন ছবিগুলি…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 01, 2021 | 8:24 PM

পোশাক নিয়ে কখনও কখনও সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রোলড হয়েছেন। কিন্তু সেইসব তাঁর মনে কখনও প্রভাব পড়েনি। ওই জনপ্রিয় ফ্যাশন ম্যাগজিনকে একটি সাক্ষাতকারে কী বলেছেন, জানুন এখানে...

Neha Dhupia: নয়া মেটারনিটি ফ্যাশন শ্যুটে বোল্ড অন্তঃসত্ত্বা নেহা! দেখুন ছবিগুলি...
প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া। ফাইল ছবি

Follow Us

খুব তাড়াতাড়িই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন বলিউডের অভিনেতা তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া। তবুও তিনি কাজ থেকে বিরতি নেননি। সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটের কাজ শেষ করেছেন ৪১ বছর বয়সি এই তারকা। বেবি বাম্পকে আলতো ছুঁয়েই ফ্লোরাল শাড়ি পরেছেন তিনি।

দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার পর কখনও ম্যাক্সি ড্রেস, আবার কখনও সাধারণ ড্রেসেই দেখা গিয়েছে তাঁকে। হবু মায়েদের জন্য তাঁর ড্রেস গুলি যেমন অনুপ্রেরণার তেমনি ড্রেস পরিহিত প্রত্যেকটি শটও তিনি নিখুঁত ভাবে দিয়েছেন। প্রত্যেকটি শ্যুটেই নেহার মধ্যে তাঁর সৌন্দর্য ও হবু মায়ের গ্লো ফুটে উঠেছে।

পোশাক নিয়ে কখনও কখনও সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রোলড হয়েছেন। কিন্তু সেইসব তাঁর মনে কখনও প্রভাব পড়েনি। ওই জনপ্রিয় ফ্যাশন ম্যাগজিনকে একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘আমি মানুষের মন্তব্য পড়ি কিন্তু সেগুলি আমাকে ততটা প্রভাবিত করে না। আমার কাজে কোনও প্রভাব পড়ে না। আমি মনে করি যতদূর আমার শরীর নিতে পারবে, আমি যাই ভাবি না কেন, আকৃতি যেমনই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি সুস্থ কিনা। পাশাপাশি হাসি-খুশি আছি কিনা। পজিটিভ চিন্তাধারা বজায় রাখার চেষ্টা করি। তবে আমার চেহারা নিয়ে মানুষের মতামত থাকতেই পারে।’

মেয়েরা ও ছেলেদের দোষের কিছু নেই। কারণ যাঁরা মনে করেন যে শরীর সম্পর্কে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় যাঁরা লিখেছেন তাঁরা আসলে মানসিকভাবে অসুস্থ। তাই তাঁরা এমন করে থাকেনয এঁদের সুস্থতা কামনা করা সমাজের মানুষের কাম্য।

আরও পড়ুন: Janhvi Kapoor: পশ্চিমী পোশাকে নয়, বরং লেহেঙ্গা-চোলিতেই অনন্য জাহ্ণবী কাপুর! দেখে নিন একঝলকে…

Next Article