পুরুষের ফ্যাশনের আড়ম্বর তুলনামূলক কিছুটা কমই হয়। তবে, আজকের দিনে এসে এই কথাটা জোর দিয়ে বলা ঠিক হবে না। কিন্তু, কুর্তা পুরুষদের ফ্যাশনের শ্রেণীতে একটা আরামদায়ক অথচ চটকদার সাজ এনে দেয়। কুর্তা পুরুষদের জন্য দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের একটা পোশাক হিসেবেই পরিচিত। কিন্তু মুম্বইয়ে সর্দার উধমের ট্রেলার লঞ্চে প্যান্টের সঙ্গে ডোরাকাটা সুতির কুর্তাতে ভিকি নিখুঁত ফ্যাশনের একটা দিক তুলে ধরেছেন। তাঁকে এই এথনিক পোশাকে অত্যন্ত ট্রেন্ডি এবং ক্লাসি দেখায়। ভিকি একদমই সাধারণ স্ট্রিপড সুতির কুর্তা এবং ধূসর সুতির প্যান্ট সেটে নিজেকে একটা এথনিক সাজে সাজিয়েছিলেন।
তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিকি একটি ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের তাঁর এই এথনিক লুকের আভাস দিয়েছিল। ছবিতে দেখা গেছে যে তিনি এই উৎসবের মরসুমে ক্লাসিক কুর্তাতে আর একটা সাধারণ মানের প্যান্ট পরে নিজেকে সাজিয়েছেন। তাঁর এই অনাড়ম্বরপূর্ণ সাজ সবাইকে সত্যি অবাক করে দিয়েছে।
হাতে বোনা এই কুর্তা খাঁটি সুতির তৈরি ছিল। এতে রোল্ড-ব্যাক হাতা ছিল। ভিকি এটিকে একজোড়া সুতির সিল্ক ট্রাউজারের সঙ্গে পরেছিলেন। একজোড়া কালো চটিজুতো দিয়ে তাঁর পোশাকের সাজ সম্পূর্ণ করেছিলেন। তাঁর এই কুর্তায় ক্রিসক্রস স্ট্র্যাপ ছিল, পিছনের দিকে কোনও নকশা করা ছিল না। একজোড়া কালো সানগ্লাস এবং ধূসর স্টোল চাপিয়েছিলেন ভিকি কৌশল। তাঁর চুল ছোট করে কেটে সুন্দরভাবে সাজানো ছিল। একটা ধূসর দেয়ালে পিঠ ঠেকিয়ে পোজ দিয়েছিলেন তিনি। তাঁর এই সাধারণ সাজ ভক্তদের মধ্যে বেশ আলোচনা ফেলে দেয়। প্রায় সবাইই তাঁর এই সাজে মুগ্ধ হয়েছেন।
কুর্তাটি ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনিতা ডংগের ব্র্যান্ড থেকে সংগ্রহ করা হয়েছে। এই ব্র্যান্ডটি দেশীয় কারুশিল্পের সঙ্গে একটি আধুনিক বিলাসবহুল ডিজাইন মিশিয়ে তোলার জন্য বিখ্যাত। কুর্তাটি ডিজাইনার ওয়েবসাইটে ৬.৬৫৩ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, প্যান্টটি ভারতীয় ডিজাইনার উজ্জ্বল দুবে’র ফ্যাশন লেবেল থেকে নেওয়া হয়েছে। এই ট্রাউজারের মূল্য ডিজাইনার ওয়েবসাইটে ৯,৯০০ টাকা।
ভিকি কৌশল তাঁর আসন্ন ছবি ‘সর্দার উধম’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই সাজে সেজেছিলেন। ছবিটি খুব তাড়াতাড়ি অ্যামাজন প্রাইমে স্ট্রিম হতে চলেছে। এটা একটা পিরিয়ড ড্রামা যা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি বলেই মন্তব্য করা হয়েছে। এর আগে দেশাত্মবোধক কাজ হিসেবে ভিকির ‘ঊরি’ বক্স অফিসে প্রভূত সাফল্য এনে দিয়েছিল।
আরও পড়ুন: Janhvi Kapoor: পশ্চিমী পোশাকে নয়, বরং লেহেঙ্গা-চোলিতেই অনন্য জাহ্ণবী কাপুর! দেখে নিন একঝলকে…
আরও পড়ুন: Jacqueline Fernandez: জ্যাকলিনের এই সাদা ওয়ান পিস গাউনের দাম শুনলে অবাক হবেন!
আরও পড়ুন: Deepika Padukone: লেটেস্ট ফটোশ্যুটে প্রিন্টেড শোয়েটারে ফের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোণ!