Halloween 2021: হিংসা এড়াতে হ্যালোউইনে ‘Squid Game’-এর কস্টিউম ব্যান করল এই স্কুল!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 29, 2021 | 9:43 AM

গণহত্যা, নির্যাতন, নগ্নতা, আত্মহত্যা, দেদার ধূমপান ও যৌনদৃশ্যের জন্য এই জনপ্রিয় শোটি স্কুল পড়ুয়াদের জন্য ব্যান করা হয়েছে।

Halloween 2021: হিংসা এড়াতে হ্যালোউইনে Squid Game-এর কস্টিউম ব্যান করল এই স্কুল!
Squid Game-এর একটি দৃশ্য

Follow Us

নেটফ্লিক্সে জনপ্রিয় হিট শো ‘Squid Games’-কে ঘিরে সারা বিশ্বে হৈচৈ পড়ে গিয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি কাল্পনিক ড্রামাকে ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক-চর্চা। ‘Squid Games’প্রেমীরা শোয়ের অনুকরণে লাল ও জবুজ জাম্পস্যুট দিয়ে হ্যালোউইন দিবসে ট্যুইস্ট আনার পরিকল্পনা করেছেন। তবে সেই পরিকল্পনায় আপাতত জল ঢেলে দিয়ে এমন বিচিত্র পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউইয়র্কের তিনটি স্কুল। হ্যালোউইনের আগে স্কুইড গেমের পোশাক যাতে হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত না হয়ে পড়ে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

স্কুল প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই শোটিকে নেটফ্লিক্স প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য শোটিকে চিহ্নিত করেছে। গণহত্যা, নির্যাতন, নগ্নতা, আত্মহত্যা, দেদার ধূমপান ও যৌনদৃশ্যের জন্য এই জনপ্রিয় শোটি স্কুল পড়ুয়াদের জন্য ব্যান করা হয়েছে। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, স্কুলের মধ্যে ওই শোয়ের অনুকরণে কিছু হিংসাত্মক গেমগুলিকে নকল করছিল কয়েকজন পড়ুয়া। সেই ঘটনার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত রোমহর্ষক বা ভীতিকর কোনও পোশাক এবারের হ্যালোউইনের জন্য পরা যাবে না। যেমন খেলনা বন্দুক, তলোয়ার, এগুলি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন দেশের কয়েকটি স্কুলে। এই গেম সম্বন্ধে বাবা-মাকেও বলা হয়েছে। স্কুলের পড়ুয়ারারা ইতোমধ্যেই এই গেমের অনুকরণে মারপিটের দৃশ্য অনুকরণ করছে। ফলে হিংসা এড়াতে এই কস্টিউম ব্যান করা ছাড়া অন্য কোনও উপায় দেখছেন স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Vidya Balan: কালো সুতির শাড়ি, লাল লিপস্টিক আর কালো টিপ…! বিদ্যার নয়া রূপের ঝলক দেখুন এখানে

 

Next Article