বাইরে বেরনো মানেই নিজের সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরা। আজকের দিনে ফ্যাশন খুব গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগের পদ্ধতি। আপনি আপনার স্টাইল স্টেটমেন্ট দিয়েই অনেকের সঙ্গে নিজের একটা সম্পর্ক গড়ে তুলতে পারেন। তাছাড়া সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলতে অনেকেই ভালবাসেন। সেই কারণে, ফ্যাশন খুব প্রাথমিক আর প্রধান সামাজিক অবস্থা হয়ে উঠেছে।
তবে, অনেক সময়ই ফ্যাশনের ট্রেন্ডে থাকার লোভ আমাদের কিছু শারীরিক ক্ষতিও করতে পারে। যেমন খুব টাইট জামা কাপড় হলে তা আমাদের রক্ত চলাচলে সমস্যা তৈরি করতে পারে। ফ্যাশন যেন কোনওভাবেই শারীরিক সমস্যার জন্য দায়ী না হয় সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে শারীরিক অস্বস্তির জন্য ফ্যাশন দায়ী হতে পারে…
১) হাই হিল:
নিজেকে আকর্ষণীয় দেখাতে এর কোনও জুড়ি নেই। মেয়েদের হাই হিল পরলে অনেকটাই বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু কোনও অনুষ্ঠান বা পার্টির পর ঘণ্টার পর ঘণ্টা হিল পরে দাঁড়িয়ে থাকলে পায়ের উপর চাপ পড়ে। এর ফলে পায়ের পেশি ও জয়েন্টের ক্ষতি হতে পারে।
২) স্কিনি জিনস:
টাইট বা স্কিনি জিনস পরলে স্টাইলিশ লাগে। কিন্তু এতে শরীরের প্রচুর ক্ষতি হয়। অনেকক্ষণ ধরে স্কিনি জিনস পরে থাকলে ঘাড় ও পিঠে এর প্রভাব পড়ে। এই জিনস পরলে পেলভিস পিছনের দিকে সরে যায়। হাড়েও এর বিরূপ প্রভাব পড়ে। এছাড়া স্কিনি জিনস পরলে রক্ত চলাচলও ঠিকমতো হতে পারে না।
৩) ফিট না হওয়া ব্রা:
অনেক মহিলা ঠিক মতো অন্তর্বাস বা ব্রা পরার দিকে নজর দেন না। অন্তর্বাস যা হোক একটা পরে নিলেই হয় না। সঠিক অন্তর্বাসটি না পরলে স্তনের আকার নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, শেপ অনুযায়ী ব্রা না পরলে শারীরিক সমস্যাও হতে পারে। পিঠের ব্যথা থেকে কাঁধে টান ধরা, অনেক কিছুই হতে পারে। এমনকি নিঃশ্বাসে সমস্যাও তৈরি হতে পারে।
৪) শেপওয়্যারের সমস্যা:
অনেকসময় আকর্ষণীয় দেখানোর জন্য মানুষ শেপওয়্যার পরে। কিন্তু রোজ শেপওয়্যার ব্যবহার করলে শরীরের ক্ষতি হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে হৃদযন্ত্রের উপর। এছাড়া ফুসফসের সমস্যাও হয়। শ্বাসকষ্ট এক্ষেত্রে খুব স্বাভাবিক ঘটনা।
৫) টাইট বেল্ট:
কখনওই টাইট বেল্ট পরা উচিত নয়। তাহলে ফ্যাশনের খেয়াল রাখতে গিয়ে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হবে। শেপওয়্যার পরলে যে সমস্যা হয়, এক্ষেত্রেও ঠিক একই সমস্যা হতে পারে।
আরও পড়ুন: Bipasha Basu: মলদ্বীপে ‘নিওন’ বোল্ড লুকে গ্ল্যামার ছড়াচ্ছেন বিপাশা! দেখুন সেই আগুন ঝরানো ছবি…
আরও পড়ুন: Mimi Chakraborty: সিল্কের শাড়ি-সোনার গয়না আর ছোট্ট টিপ, উত্সবেও বাঙালি লুক ধরে রাখলেন বাঙালি সাংসদ
আরও পড়ুন: Eternals: ছবির প্রিমিয়ারে অ্যাঞ্জেলিনার পুরনো পোশাকেই নজর কাড়লেন জাহারা জোলি-পিট!