Grammy 2022: গ্র্যামির রেড কার্পেটে দেশি লুকের জয়জয়কার! মাসাবার শাড়ি পরে মন কাড়লেন এই গায়িকা

Designer Masaba Gupta: গ্র্যামির রেড কার্পেটের জন্য ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তার হাউস অফ মাসাবা লাইন থেকে একটি শাড়ি বেছে নিয়েছিলেন মেরিয়ান। কালো ও সোনালী পাখির মোটিফের কাজ করা শাড়িটির সঙ্গে ফুল হাতা ও হাইনেক ব্লাউজ পরেছিলেন জর্জ।

Grammy 2022: গ্র্যামির রেড কার্পেটে দেশি লুকের জয়জয়কার! মাসাবার শাড়ি পরে মন কাড়লেন এই গায়িকা
মারিয়ান জে জর্জ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 9:43 AM

বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের কদর যে দিনে দিনে বেড়েই চলেছে, তার জ্বলন্ত প্রকাশ পাওয়া গেল গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানেও নিজেদের ছাপ ফেলেছে দক্ষিণ এশিয়রা। ফিল্ম জগতে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, দীপিকা পাড়ুকোণ থেকে শুরু করে এ আর রহমান , এখন আবার মিউজিক ইন্ডাস্ট্রিতে চমক দিয়েছেন মেরিয়ান জে জর্জ। সোমবার লস ভেগাসে অনুষ্ঠিত গ্র্যামিতে আমেরিকান গায়ক উপস্থিত ছিলেন একদম ভারতীয় লুকে।

জীবনে প্রথম গ্র্যামি পুরস্কারের জন্য রেড কার্পেটে হেঁটেছিলেন সঙ্গীতশিল্পী মেরিয়ান জে জর্জ। আর সেখানে তাঁকে দেখা গেল দেশি স্টাইলে। দক্ষিণ-এশিয় ঐতিহ্যকে সামনে এনে দর্শকমহলকে একেবারে চমকে দিয়েছেন তিনি। গ্র্যামির রেড কার্পেটের জন্য ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তার হাউস অফ মাসাবা লাইন থেকে একটি শাড়ি বেছে নিয়েছিলেন মেরিয়ান। কালো ও সোনালী পাখির মোটিফের কাজ করা শাড়িটির সঙ্গে ফুল হাতা ও হাইনেক ব্লাউজ পরেছিলেন জর্জ।

শাড়ির সঙ্গে মারিয়ান সাধারণ সোনার নেকলেস পরেছিলেন। হাতে চিল সোনার চুরি। হেয়ারস্টাইলেও ছিল দেশি ছোঁয়া। সাধারণ খোঁপাতেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এছাড়া মেকআপও ছিল মিনিম্যাল। রেডকার্পেটে জর্জের আউটফিট যে দর্শকমহলের মন কেড়েছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, একটি গ্র্যামির জন্য কয়েকজন দক্ষিণ এশীয় মহিলা মনোনীতদের মধ্যে একজন ছিলেন মেরিয়ান জে. জর্জ। ম্যাভেরিক সিটি মিউজিক যৌথের সঙ্গে একটি পুরস্কার জিতেছেন তিনি। গ্র্যামির রেড কার্পেটে তাঁর ডিজাইনের শাড়ি বেছে নেওয়ায় উচ্ছ্বসিত মাসাবা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এই ধরনের মুহূর্তগুলো আপনাকে আরও অনুপ্রাণিত করে। আজ, যখন আমরা বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বের কথা বলছি, গ্র্যামির রেড কার্পেটে একজন ভারতীয় ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা একটি গর্বের মুহূর্ত। ম্যাভারিক সিটি মিউজিকের সঙ্গে জয়ের জন্য মেরিয়ানকে অভিনন্দন।”

প্রসঙ্গত, হলিউড ও বলিউড সেলেব্রিটিদের প্রথম পছন্দের তালিকার মধ্যে হাউস অফ মাসাবা সর্বদাই শীর্ষে রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য মাসাবার ডিজাইনের শাড়ি ও জুয়েলারির বেশ চাহিদা রয়েছে।

আরও পড়ুন: Summer Hairstyle 2022: গরমে নজর কাড়তে বদলে ফেলুন হেয়ারস্টাইল! নয়া লুকে কোন স্টাইল আপনার জন্য উপযুক্ত, দেখুন…