Spring Summer Trends: আসছে বসন্ত, দেখে নিন ফ্যাশনে এবার ট্রেন্ডিং কোন কোন প্রিন্ট

ফ্লোরাল কিংবা পোলকা ডট আবারও ফিরে এসেছে এবারের স্প্রিং সামার কালেকশনে। এছাড়াও মাইক্রো মিনিও কিন্তু ঘুরে ফিরে আসছে। ফুলহাতা ক্রপ টপ বেশ চলছে শাড়ি কিংবা বিভিন্ন কটন প্যান্টের সঙ্গে

Spring Summer Trends: আসছে বসন্ত, দেখে নিন ফ্যাশনে এবার ট্রেন্ডিং কোন কোন প্রিন্ট
দেখে নিন এবারের স্প্রিং সামার ট্রেন্ড
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 8:13 AM

এখনও পুরোপুরি বিদায় না নিলেও,এবার বিদায়ের পালা শীতের ( Winter)। যদিও নিম্নচাপের ভ্রুকুটিতে মাঝেমধ্যেই হচ্ছে তাপমাত্রায় ছন্দপতন। ধীরে ধীরে হলুদ হতে শুরু করেছে গাছের পাতা। ফুটতে শুরু করেছে পলাশ, শিমূল। ঠান্ডা, নিম্নচাপের সঙ্গে কিন্তু মৃদুমন্দ বাতাসও বইতে শুরু করেছে। বসন্ত জাগ্রত দ্বারে- তার একটা আভাষ কিন্তু রয়েছে। আর কয়েকদিনের মধ্যেই আলমারিতে উঠে যাবে লেপ, কম্বল, জ্যাকেট ( Winter fashion) , ভারী বুট। ফুরফুরে জামা, স্ট্র্যাপি ফ্রক, ফ্লোরাল প্রিন্টের ( Spring Summer Collection)সময় আসছে। কভার শ্যউ এর বদলে এবার সঙ্গী হবে রকমারি স্যান্ডেল।

টিশার্ট থেকে শর্টস ধীরে ধীরে আলমারি থেকে নামবে সব পোশাকই। আমাদের দেশে শীতের স্থায়িত্ব কিন্তু বেশিদিন নয়। আর তাই শীত পড়তেই যেমন সবাই নিজেকে মুড়ে ফেলেন হরেক স্কার্ফ, মাফলার জ্যাকেটে তেমনই কিন্তু অপেক্ষা করতে থাকেন আবার কবে আসবে তাঁদের Casual Day. এই স্প্রিং সামার ফ্যাশন কিন্তু ফ্যাশনিস্তাদের কাছে খুবই গুরুত্বের। আর তাই দেখে নিন এবার ট্রেন্ডিংয়ে রয়েছে যে সব প্রিন্ট।

ফ্লোরাল প্রিন্ট- বেশ কয়েক বছর ধরেই ট্রেন্ডিং এ রয়েছে এই ফ্লোরাল প্রিন্ট। ফ্লোরাল প্রিন্টের শাড়ি থেকে ফ্রক দারুণ লাগে দেখতে। এছাড়াও ফ্লোরাল প্রিন্টের শার্টের সঙ্গে সলিড কালারের শাড়িও কিন্তু এখন ইন। সাদা কিংবা প্যাস্টেল শেডেই সবচেয়ে ভাল দেখতে লাগে এই ফ্লোরাল প্রিন্ট। সেই সঙ্গে এই প্রিন্ট বেশ আরামদায়কও।

প্রজাপ্রতি- গত বছর ফ্যাশনে এই বাটারফ্লাইয়ের দাপট ছিল বেশ। শাড়ি থেকে টপ সর্বত্রই দেখা গিয়েছিল প্রজাপ্রতি। সেই প্রজাপ্রতি কিন্তু এবার আছে। বরং বিভিন্ন আঙ্গিকে তা ফিরে এসেছে। প্রজাপ্রতি বেল্ট, প্যান্টে প্রজাপ্রতি প্রিন্ট, প্রজাপ্রতি কাটিং বিকিনি সবই এবার ঘুরে ফিরে আসছে ফ্যাশনে। সেই সঙ্গে ঘুড়ি আর মাছের প্রিন্টও কিন্তু এবার ফ্যাশনে ইন।

নানা রঙের সমারোহ- এবার পোশাক জুড়েই থাকছে নানা রঙের সমারোহ। বেশ কয়েকটি গাঢ় রং একত্রে রয়েছে পোশাকে। আর তা কিন্তু দেখতে মোটেই খারাপ লাগছে না। বরং ফ্যাশন হয়েছে অনেক বেশি ভাইব্রেন্ট। যেন প্যালেট থেকে একটার পর একটা রং ছুঁড়ে দেওয়া হয়েছে।

প্যাস্টেল নিয়ন- প্যাস্টেল শেডস বেশ কিছুদিন ধরেই ফ্যাশন খুব চলেছে। এই স্প্রিং সামারে ফিরে এসেছে প্যাস্টেল নিয়ন রঙ। আর সেই রঙ্র ছোঁয়া শুধু যে পোশাকে রয়েছে তা নয়। জুতোতেও কিন্তু ফুটে উঠেছে। বরং সাদার সঙ্গে এই নিয়ন এখন মিক্স অ্যান্ড ম্যাচে চলছে।

পোলকা ডট- এই প্রিন্টটি কিন্তু আজকের নয়। বহুদিন ধরেই ফ্যাশনে তা জনপ্রিয়। গরমে এই প্রিন্ট দেখতেও বেশ ভাল লাগে। আর তাই জর্জেটের উপর পেলকা ডট যেমন এখন শাড়িতে ইন সেই সঙ্গে কিন্তু দেখা মিলছে পোশাকেও। পোলকা ডটের শার্ট আর ডেনিম দেখতে বেশ লাগে।