স্টাইলিং আর গ্ল্যামারে বরাবর সকলকে মুগ্ধ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর ওই মিষ্টি হাসিতেই লুকিয়ে জাদু। বাঙালি মহিলাদের দৈহিক গড়ন ঠিক যেমন বর্ণা করা রয়েছে বইয়ের পাতায় শ্রাবন্তী ঠিক তেমনই। কোমরের ভাঁজ, মেদহীন চেহারা, গোল মুখশ্রী সব মিলিয়ো খুবই সুন্দর দেখতে তাঁকে। ইদানিং কালে শ্রাবন্তী তাঁর শরীরের যাবতীয় ফ্যাট ঝরিয়ে ফেলেছেন। বেশ কয়েক মাস ধরে তিনি কঠোর ডায়েট আর শরীরচর্চার মধ্যে রয়েছেন। নিজের সেই সব ভিডিয়ো তিনি নিজেই শেয়ার করতেন সোশ্যাল মিডিয়াতে। সব ফ্যাট ঝরিয়ে শ্রাবন্তী এখন স্লিম অ্যান্ড ট্রিম। শরীরের কোথাও আর মেদ নেই। একধাক্কায় বয়সও যেন তাই অনেকটাই কমে গিয়েছে। একই সঙ্গে তাঁকে এখন অনেক বেশি ফ্রেশও লাগছে।
নিজের বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ততা তো আছেই, এসবের মধ্যে প্রচুর ফটোশ্যুটও করেন শ্রাবন্তী। শাড়ি থেকে ওয়েস্টার্ন নানা রকম পোশাকে নিজেকে সাজিয়ে নেন তিনি। বধূবেশেও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার তাঁকে যে ছবিতে দেকা গেল এমনটা আগে দেখা যায়নি। বর্ষায় বাগান ভরে মৌসান্ডা ফুলে। আর এই ফুলের মাঝে নিজেকে হারিয়ে দিলেন শ্রাবন্তী। ফুলের রঙের সঙ্গেই মিশে গিয়েছে তাঁর পোশাক। একেবারে স্কিন রঙের একটি ব্রালেট আর লেয়ার স্কার্টে দেখা গেল তাঁকে। লো-কাট এই ব্রালেটে খুবই সুন্দর দেখতে লাগছে নায়িকাকে। তাঁর পুরো লুকটি খুবই ড্রামাটিক ভাবে তৈরি করা হয়েছে। চোখে খুব সুন্দর করে আইলাইনার পরেছেন। ঢেউ খেলানো চুল আর মানানসই মেকআপে শ্রাবন্তীর থেকে চোখ ফেরানো দায়। ফুলের বাগানের মাঝে তাঁকে যেন ঠিক প্রজাপ্রতি লাগছে।
কো-অড সেট এখন খুবই ফ্যাশনে ইন। এই কোৃঅডের মধ্যে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ব্রালেটে শ্রাবন্তীর মেদহীন চেহারা খুব সুন্দর ভাবে ফ্লন্ট করেছেন। তেমনই স্কার্টের কুঁচিটিও ভীষণ আকর্ষণীয়। বিশেষ কোনও অনুষ্ঠান বা ইভিনিং পার্টিতে এমন সুন্দর পোশাক বাছতে পারেন আপনিও। মানানসই মেকআপ করলে তবেই কিন্তু এমন ড্রেসে সুন্দর লাগবে।