বরাবরই শুভশ্রীর সাজ নজর কাড়ে নেটমাধ্যমে। গত কয়েক বছরে অভিনয়, পোশাক, ফ্যাশানে দারুণ ভাবে নিজেকে গ্রুম করেছেন তিনি। রাজ ঘরনীকে যেমন দেখা যায় ওয়েস্টার্নে তেমনই শাড়িতেও তিনি সমান স্বচ্ছন্দ্য। শুভশ্রীর পোশাক বাছাইয়েরও তারিফ করতে হয়। সব সময় এমন কিছু রং, এমন পোশাক তিনি বাছেন তাতে থাকে অভিজাত্যের ছোঁয়া। সদ্য মুক্তি পেয়েছে বিসমিল্লা এবং ধর্মযুদ্ধ। এই দুই ছবিতেই প্রশংসিত তাঁর অভিনয়। বিসমিল্লায় শুভশ্রীর সাজ-মেকআপও নজর কেড়েছে নেটিজেনদের। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে শুভশ্রী অভিনীত বৌদি ক্যান্টিন। তার জন্যই প্রচারে ব্যস্ত তিনি।
এই প্রচারেই শুভশ্রীকে দেখা গেল কচিকলাপাতা রঙের সি থ্রু শিফন শাড়িতে। সঙ্গে ডিপনেক ভি-শেপের একেবারে সরু স্লিভের ব্লাউজ। আর এই কম্বিনেশনে তাঁকে যে দেখতে লাগছে অসাধারণ এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এত সুন্দর শাড়ির সঙ্গে নিজের কার্ভ ফ্লন্ট করতে ভোলেননি অভিনেত্রী। Geroo Jaipur-এর কালেকশন থেকে এই শিফন শাড়িটি বেছে নিয়েছেন তিনি। বিশেষ এই শাড়িটি শিফন মুকেশ নামেই পরিচিত। ফিনফিনে এমন শিফন আগেও পরেছেন শুভশ্রী। তবে এইবারে সবচেয়ে বেশি যা নজর কাড়ছে তা হল শাড়িটির রং। উজ্জ্বল রং আমাদের মনের উপর বরাবরই প্রভাব ফেলে। সবুজের এই শেডটিও তাই। এই বছর ট্রেন্ডিং-এ রয়েছে সবুজ আর নীল। শুধু শুভশ্রীই নন, আরও অনেক নায়িকাকেও কিন্তু দেখা গিয়েছে এমন রঙের পোশাকে।
মনোক্রম এখন ফ্যাশানে ইন। অর্থাৎ একই রঙের আপার এবং লোয়ার। এক্ষেত্রে শুভশ্রীর শাড়ি আর ব্লাউজের রঙ কিন্তু একই। শাড়িটিতে বিশেষ কোনও কারুকাজ নেই। শাড়ি জুড়ে রয়েছে ছোট ছোট সিলভার স্টোন বুটি। এই বুটিই কিন্তু পোশাকে এনেছে আভিজাত্য। মেকআপের ক্ষেত্রেও রেখেছেন সেই ছোঁয়া। লাইনার আর আইশ্যাডো ব্যবহার করে ড্রামাটিক লুক এনেছেন চোখে। গালে সযত্নে বুলিয়ে নিয়েছেন ব্লাশার। ঠোঁটে ম্যাট লিপস্টিক। কানে ওভার সাইজড সিলভারের রিং আর হাতে সিলভার আংটি- অতিরিক্ত কোনও গয়না পরেননি তিনি। চুলে ব্লো ডাই করে কার্ল করেছেন। শাড়ির সঙ্গে বেশ সুন্দর মানিয়েছে তাঁর এই হেয়ার স্টাইলও।
তবে সবথেকে বেশি নজর কাড়ছে শুভশ্রীর ডিপনেক ব্লাউজ। শেষ ২ বছরে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলে তিনি এখন আরও স্লিম। সেই টোনড বডিই ধরা পড়েছে ছবিতে। ব্লাউজের ডিপ কাট এবং লেন্সের সামনে শুভশ্রীর পোজেই ফুটে উঠেছে তাঁর বোল্ড লুক। শুভশ্রীর এই ছবি দেখে চোখ সরাতে পারছেন না তাঁর ফ্যানেরা। আর এই ছবিটি দেখলে অভিনেত্রী শ্রাবন্তীর মতো আপনারও কমেন্টে লিখতে ইচ্ছে করবে- ‘উফফ’…