Swastika Mukherjee: ব্লাউজ ছাড়াই গায়ে লেপ্টে বেনারসি, কপালে সিঁদুরের টিপে ভালবাসার গুলাল ছড়াচ্ছেন স্বস্তিকা

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 14, 2023 | 11:03 AM

Banarasi Silk Saree: ডিজাইনার মিতান ঘোষের কালেকন থেকে কাতান সিল্কের বেনারসি শাড়িতে সাজলেন স্বস্তিকা...

Swastika Mukherjee: ব্লাউজ ছাড়াই গায়ে লেপ্টে বেনারসি, কপালে সিঁদুরের টিপে ভালবাসার গুলাল ছড়াচ্ছেন স্বস্তিকা
ভালবাসার গুলাল ছড়াচ্ছেন স্বস্তিকা

Follow Us

বয়স তাঁর  ৪০-এর কোঠা পেরিয়েছে। তবে দিন দিন তাঁর রূপের জল্লা যে ভাবে বাড়ছে তাতে বোঝা দায় যে তাঁর বয়সের কাঁটা ঠিক কোন দিকে ঘুরছে। কম বয়সে বিয়ে, এক মেয়ের মা, নিজের কেরিয়ার, ব্যক্তিগত জীবন- সব মিলিয়ে বরাবরই চর্চায় থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউড থেকে বলিউড- সর্বত্র তিনি নিজের জায়গা করে নিয়েছেন নিজের গুণেই। ইদানিং কালে সিনেমার থেকেও বেশি তিনি কাজ করছেন বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে। নিজের জীবনকে তিনি চালান নিজের শর্তে, সত্যি কথা বলতে কখনই ভয় পান না তিনি। প্রতিবাদে গর্জে ওঠেন, নিজের মত প্রকাশে কখনও কোনও দ্বিধা করেন না। একই সঙ্গে শরীরচর্চা করছেন, সেই সঙ্গে ফ্যাশান নিয়ে নানা এক্সপেরিমেন্ট তো আছেই।

চুল নিয়ে চুল চেরা বিশ্লেষণ তাঁর বড়ই পছন্দের। মাঝে মধ্যেই নিজের মতো করে চুল কাটেন, চুলে রং করেন। সেই সঙ্গে পোশাক নিয়ে সাহসের সঙ্গে যাবতীয় এক্সপেরিমেন্ট করতে দেখা যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কেই। তাঁর পোশাক যেন কথা বলে তাঁর ব্যক্তিত্বের। স্বস্তিকা মনের দিক থেকে যেমন বলিষ্ঠ ঠিক তারই প্রতিফলন থাকে তাঁর পোশাকেও। যে কোনও পোশাকই তিনি নিজের মত করে ক্যারি করতে পারেন। পোশাককেও তিনি তাঁর নিজের মত করেই আত্মস্থ করে নিতে পারেন। যে কারণে প্রকৃত ফ্যাশনিস্তার তকমা দেওয়া যায় তাঁকেই।

ডিজাইনার মিতান ঘোষের শাড়ি খুবই পছন্দ স্বস্তিকার। তাঁর ওয়ার্ড্রোবে মিতানের ডিজাইন করা একাধিক শাড়িও রয়েছে। এছাড়াও মিতানের ডিজাইন করা শাড়িতে ফটোশ্যুটও করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি মিতানের ডিজাইন করা বিশেষ কিছু বেনারসিতে সেজে উঠলেন স্বস্তিকা। মিতান স্বস্তিকাকে ফিরিয়ে দিলেন সেই সত্তরের দশকে। যখন ব্লাউজ ছাড়াই শাড়ি পরতেন মেয়েরা। পরম যত্নে শরীরে জড়ানো বেনারসি, সিঁথি ভরা সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, হাতে হাতফুল আর সঙ্গে জড়োয়ার সেট। গয়নার ডিজাইনও সেই সময়ের সঙ্গে ভীষণ মানানসই। এমন সাজে চরম ফ্যাশানিস্তা স্বস্তিকাকে লাগছে খুবই সুন্দর। তাঁর থেকে চোখ ফেরানো দায়।

গোলাপি রঙের এই শাড়ির কাজ খুবই সুন্দর। কাতান সিল্কের উপর গোলাপি-কমলা গোলাপের পাপড়ির মিশেলে তৈরি হয়েছে বিশেষ রং। শাড়ি জুড়ে সোনালী বুটিতে ছোট ছোট কাজ রয়েছে। সরু পাড়। পায়ের আলতায় শাড়ির লুক যেন আরও বেশি খোলতাই হয়েছে। বিয়ের মরশুমের কথা মাথায় রেখেই বিভিন্ন শাড়ি ডিজাইন করেছেন মিতান। তেমনই একটি কালেকশন হল মালাকা। এই শাড়িতেও খুব সুন্দর দেখতে লাগছে স্বস্তিকাকে। বেগুনি শাড়ি আর সঙ্গে রুপোলি জরির কাজ স্বস্তিকাকে করে তুলেছেন অপরূপা।

Next Article