বিয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল, বছর দুয়েক আগে শিলমোহর দিয়েছেন প্রেমের খবরে- অবশেষে বৈশাখের এক স্বর্ণালী সন্ধ্যায় চার হাত এক হল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল নেতা সৌম্য বক্সীর। সোমবার সায়েন্স সিটির ধারে এক নামজাদা রিসর্টে বসেছিল বিয়ের আসর। রূপকথার আদলে সাজৈনো ছিল বিবাহ বাসর। বর বিয়ে করতে এলেন ফিটন গাড়ি চেপে। টলিউড থেকে রাজনীতি- উপস্থিতি ছিলেন একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব। বিয়ের অনুষ্ঠানের নানা ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের আগে প্রাক-বিবাহের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন তাঁরা। বিয়ের আগে সিরিয়ালের সেটেও ঘটা করে আসোজন করা হয় সুদীপ্তার আইবুড়োভাতের। বিয়ে, আইবুড়োভাত, মেহেন্দি-সব মিলিয়ে জমজমাট ছিল অনুষ্ঠান।
মেয়েদের বিয়ের মধ্যে জড়িয়ে থাকে অনেক রকম ইমোশন। ভিতরের কষ্ট, যন্ত্রণা সব সময় মুখ ফুটে বলা যায় না। আনন্দ, খারাপ লাগা, কষ্ট সব মিলিয়ে অদ্ভূত একটা অনুভূতি থাকে। সিরায়ালে এর আগে একাধিকবার তাঁর বিয়ে হয়েছে। দেখা গিয়েছে কনের সাজেও। তবে বিয়ের ঠিক আগেরদিন মায়ের হাতে আইবুড়োভাত খাওয়ার সময় সুদীপ্তার চোখে জল। একাধিক রিল, ভিডিয়ো, হাজারো আলোর রোশনাই আর খুশির মধ্যেও ধরা পড়েছিল তাঁর বিষণ্ণতা। যদিও পুরো বিয়ের অনুষ্ঠান হেসে খেলেই কাটিয়েছেন সৌম্য-সুদীপ্তা। বৃদ্ধি, গায়েহলুদ, বিয়ের আসর সবেতেই তাঁকে দেখা গিয়েে হাসিমুখে। আইবুড়োভাতের অনুষ্ঠানে গোলাপি শাড়িতে একেবারে সাবেকি লুকে ধরা দিয়েছিলেন তিনি। গহেয়ার স্টাইলটিও ছিল অনবদ্য।
বিয়ের কনে বেশে এর আগে একাধিকবার সুদীপ্তাকে দেখেছেন দর্শক। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে সেই ছবি। তবে আসল বিয়ের সাজে একদম অন্যরকম লাগল তাঁকে। টেনশন, খুশি সবই ফুটে উঠছিল মুখে। মেহেন্দি থেকে শুরু করে বিয়ের শাড়ি, ব্লাউজ, গয়না সুদীপ্তার জন্য ডিজাইন করেছিলেন ভবাশিষ গাঙ্গুলি। সুদীপ্তার হেয়ার স্টাইল করেছেন কুশল মল্লিক। মেকআপ করেছেন চন্দ্রদীপ। লাল রঙের মিনে করা বেনারসি পরেছিলেন সুদীপ্তা। গরম উপেক্ষা করেই পরেছেন ফুলস্লিভ ব্লাউজ। শীত ছাড়া সচরাচর এমন ব্লাউজ পরতে দেখা যায় না বিয়ের কনেদের। সুদীপ্তার মেদহীন গড়নের সঙ্গে খুব সুন্দর মানিয়েছিল এই ব্লাউজটি। লাল ডিজাইনার ওড়না, মাথায় শোলার মুকুট আর সাবেকি সোনার গয়নায় সুদীপ্তার থেকে চোখ সরানো দায়। এছাড়াও সুদীপ্তার টায়রা টিকলিটিও অসাধারণ দেখতে। বৃদ্ধির সময়েও সাবেকি লাল-সাদায় দেখা গেল তাঁকে। গায়ে হলুদে পরেছিলেন ট্র্যাডিশন্যাল হলুদ শাড়ি। সব মিলিয়ে গরমে সুদীপ্তার বিয়ের লুক কিন্তু বেশ নজরকাড়া। ৪ মে নিকোপার্কে বসছে গ্র্যান্ড রিসেপশনের আসর। দেড় হাজারেরও বেশি অতিথির নিমন্ত্রণ রয়েছে সেদিন।