ভ্যাপসা গরম, রোদ, বৃষ্টির চোখরাঙানি যাই-ই থাক না কেন পুজোর বাজারে কোনও খামতি নেই। পুজো আর এক মাসও বাকি নেই। ইতিমধ্যে দোকানো দোকানে উপচে পড়ছে ভিড়। মাসের শুরুতে শনি আর রবিবারে পুজোর বাজার ছিল জমজমাট। বিলিং কাউন্টারে লম্বা লাই। ফুটপাথ থেকে শপিং মল সবই যেন সেজে উঠেছে পুজোর আনন্দে। গত দু’বছর কোভিডের কারণে পুজোর আনন্দ ছিল স্মাল। কেনাকাটি, ঠাকুরদেখা- প্রচুর যে ভিড় ছিল তেমনটা নয়। এবার সেই চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। আবহাওয়া যতই প্রতারণা করুক না কেন, যতই ফ্যানের সামনে বসেও দরদরিয়ে ঘাম হোক না কেন পুজোয় নতুন জামা-তো চাই। প্রতি বছরই পুজোর ফ্যাশানে বেশ কিছু জামা থাকে ট্রেন্ডিংয়ে। দেখে নিন এবার পুজোর টপ ফ্যাশান ট্রেন্ডে কোন কোন পোশাক রয়েছে-
চিকনকারী স্ট্রেট কুর্তা- কুর্তা তো ফ্যাশানে বহুবছরই রয়েছে তবে এবার ফ্যাশানে ইন হল এই চিকনকারী স্ট্রেট কুর্তা। অনলাইন থেকে দোকান সবেতেই ভরপুর স্টক রয়েছে। এমনকী ফুটপাথের দোকানেও রয়েছে দারুণ দারুণ সব কালেকশন। লেমন ইয়লো, সবুজ, নীল, হলুদ, পিংক একাধিক রঙে পাওয়া যাচ্ছে চিকনকারীর কুর্তা। কেউ পরছেন সিগারেট প্যান্ট দিয়ে, কেউ পালাজো। আবার অনেকে জিন্সের সঙ্গেও পরছেন। এই রকম কুর্তার সঙ্গে কিন্তু হিল জুতো মাস্ট।
কো- অর্ড সেট- কম্বিনেশন নয়, একই রঙের টপ এবং প্যান্টস এখন ট্রেন্ডিং। একই রঙের আপার আর লোয়ার এই সব পোশাককেই কো-অর্ড সেট বলা হয়। ফ্লোরাল প্রিন্টের এই কো-অর্ড সেট হয় আবারব এমব্রয়ডারিতেও আসে। কিছু ক্ষেত্রে প্রিন্ট থাকে। সিগারেট প্যান্ট বা ফ্লেয়ারড ট্রাফজার্স সঙ্গে ফ্লোরাল ডিটেলিং- এই রকম কো-অর্ড সেটই এখন বেশি চলছে।
ক্রেপ ড্রেস উইথ জ্যাকেট- সাদা, সবুজ আর নীল এবার ট্রেন্ডিং রং। বেশিরভাগ পোশাকের মধ্যেই ঘুরে ফিরে আসছে এই সব রং। ক্রেপ অর্থাৎ প্রচুর প্লিট দেওয়া ড্রেসও এবার ট্রেন্ডিং। সঙ্গে বাহারি জ্যাকেট। কখনও লং জ্যাকেট, কখনও বোহো জ্যাকেট কখনও কাফতান জ্যাকেট সবই রয়েছে এবারের তালিকায়। জ্যাকেট দিয়ে নানা রকম স্টাইলিংও করা যায়। পরতে পারেন ওয়েস্টার্ন কোনও পোশাকের সঙ্গেও।
ধোতি প্যান্ট ও প্রিন্টেড কাফতান জ্যাকেট- এই বছর জুড়ে শুধুই যেন কাফতান। কাফতান ড্রেস, কাফতান টপ, শ্রাগ থেকে শুরু করে এবার জ্যাকেটও। নানা ভাবে ব্যবহার করা হচ্ছে এই কাফতান জ্যাকেট। ধোতি প্যান্ট আগেও ছিল। এবার প্রিন্টে এসেছে রকমফের। ধোতি প্যান্টের সঙ্গে নানা স্টাইলের টপ আর প্রিন্টেড কাফতান জ্যাকেট দিয়ে ফ্যাশান করছেন আনেকেই। এই লুকে অনেকটা ইন্দোৃওয়েস্টার্ন ছোঁয়া থাকে। ফাঙ্কি ইয়াং রিং-এর সঙ্গে দেখতেও বেশ ভাল লাগে।
অরগ্যাঞ্জা শাড়ি- যতই টপ, কুর্তি, জিন্স হোক না কেন পুজোতে মেয়েরা একটা শাড়ি কিনবেনা এ আবার হয় নাকি। আর তাই শপিং ব্যাগে শাড়ি থাকবেই। সেই শাড়ির তালিকায় প্রথমেই রয়েছে অরগ্যাঞ্জা। এবার অধিকাংশই মজেছেন এই শাড়িতে। অরগ্যাঞ্জায় নানা রং রয়েছে। সেই সঙ্গে ফ্যাব্রিকও পাতলা আর আরামদায়ক। আর তাই আপনিও বেছে নিতে পারেন এই শাড়ি। দামেও সস্তা। পকেট বাঁচিয়ে পুজোর ফ্যাশান আপনার আটকায় কে!