Tribe Cafe Kolkata: গোয়েন্দাপ্রিয় কলকাতাবাসীর জন্য এবার হাজির শার্লক হোমসের স্পেশ্যাল মেন্যু, যেতে হবে কোথায়?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 04, 2023 | 4:34 PM

Sherlock Holmes: লাঞ্চে রয়েছে ডবল ডেকার চিকেন অ্যান্ড গার্ডেন গ্রিন স্যান্ডউইচ, গ্রিলড চিকেন স্ম্যাশ পটাটো, গ্রিন পিসস-গার্লিক টোস্ট—এসব রয়েছে ডিনারে। পছন্দের পানীয়ের মধ্যে রয়েছে ব্ল্যাক কফি, আর্ল গ্রে, ইংলিশ ব্রেকফাস্ট টি, পিচ টি, কোক-ভ্যানিলা-লেমন জুস ইত্যাদি

Tribe Cafe Kolkata: গোয়েন্দাপ্রিয় কলকাতাবাসীর জন্য এবার হাজির শার্লক হোমসের স্পেশ্যাল মেন্যু, যেতে হবে কোথায়?
ক্যাফে ট্রাইবের স্পেশ্যাল মেন্যু

Follow Us

২২১ বি, বেকার স্ট্রিট- ঠিকানাটা অনেকের কাছেই খুব চেনা। লন্ডনে গিয়েছেন, আর একবার এই ঠিকানায় ঢুঁ মারেননি এমন মানুষের দেখা পাওয়া ভার। আর্থার কোনান ডয়েলের সৌজন্যেই শার্লকের সঙ্গে পরিচয় পাঠকদের। গোয়েন্দা উপন্যাসও যে সাহিত্যের বৃহত্তর আঙিনায় সগর্বে স্থান পেতে পারে, তার প্রথম ফ্লেভার পাওয়া যায় শার্লক হোমসের সৌজন্যেই। শহর কলকাতায় শার্লক হোমসের থিমে ক্যাফে তো রয়েছে, তবে এবার কলকাতার ‘ট্রাইব ক্যাফে’ নিল বিশেষ এক উদ্যোগ। প্রতি বছরই ক্যাফের জন্মদিনে তাঁরা নতুন থিমে শহরবাসীকে কিছু না-কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। এবার ট্রাইবের চার বছরের জন্মদিনে গোলপার্ক এবং সল্টলেক শাখায় রয়েছে হোমস স্পেশ্যাল মেন্যু। হোমসকে ট্রিবিউট দিতেই এমন উদ্যোগ ট্রাইব ক্যাফের।

শার্লক হোমসের বই-এর প্রচ্ছদ, বিভিন্ন ফিল্মের পোস্টার দিয়ে সাজানো হয়েছে ক্যাফে। একই সঙ্গে সেজে উঠেছে ট্রাইবের মেন্যুও। এছাড়াও আছে পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ। ক্যাফের অন্দরেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১০টি তথ্য। ক্যুইজের মাধ্যমে এই ১০ প্রশ্নের উত্তর দিলেই মিলবে হোমসের প্রিয় এক কাপ ব্ল্যাক কফি। শার্লক বরাবরই স্বল্পাহারী, খুব কম খাবার খেয়েই তিনি খুশি হয়ে যান। শার্লকের গল্প থেকেই জানা যায় যে, তাঁর পছন্দের খাবার হল বেকন-এগস, হ্যাম-এগ। আর তাই মেন্যুতে এই সব খাবার তো আছেই, সঙ্গে রয়েছে শার্লকের পছন্দের পানীয়ও। ইংলিশ ব্রেকফাস্ট টি-ও রয়েছে শার্লকের পছন্দের তালিকায়। হ্যাম, এগ, টোস্ট, সসেজ দিয়ে সাজানো হয়েছে ব্রেকফাস্ট।

লাঞ্চে রয়েছে ডবল ডেকার চিকেন অ্যান্ড গার্ডেন গ্রিন স্যান্ডউইচ, গ্রিলড চিকেন স্ম্যাশ পটাটো, গ্রিন পিসস-গার্লিক টোস্ট—এসব রয়েছে ডিনারে। পছন্দের পানীয়ের মধ্যে রয়েছে ব্ল্যাক কফি, আর্ল গ্রে, ইংলিশ ব্রেকফাস্ট টি, পিচ টি, কোক-ভ্যানিলা-লেমন জুস ইত্যাদি। শার্লক হোমসের স্পেশ্যাল মেন্যু ১৮ সেপ্টেম্বর থেকে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ট্রাইব ক্যাফেতে। এই বিশেষ মেন্যুর সমাহার পাওয়া যাবে ১৮ নভেম্বর পর্যন্ত। দু’জনের জন্য খরচ পড়বে ৭৫০ টাকা। এই প্রতিটি খাবারের নামকরণই হয়েছে হোমসের বিভিন্ন চরিত্র অনুযায়ী।

পাইপ খেতে পছন্দ করতেন শার্লক। দুই ঠোঁটের ফাঁকে চুরুট খাওয়া হল তাঁর সিগনেচার স্টাইল। এই চুরুটের মধ্যেই আসছে বিভিন্ন ডিপ। সময় থাকতে-থাকতে একবার ঘুরেই আসুন ট্রাইবের গোলবার্ক বা সল্টলেকের ব্রাঞ্চ থেকে। পুজোর ক’দিন এই স্পেশ্যাল খাবার কিন্তু না-ও পেতে পারেন।

Next Article