Viral Video: ‘দামি’ গোল্ড প্লেটেড মিঠাই ঘিরে হৈচৈ নেটপাড়া! দিল্লির এই ভাইরাল মিষ্টির দাম শুনলে চোখ উঠবে কপালে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 07, 2022 | 8:58 AM

২০২১ সালে এমন অনেক বিচিত্র ও অদ্ভূত রেসিপির সন্ধান পাওয়া গিয়েছে, সেই ধারা ২০২০ সালেও অব্যাহত থাকবে, তা বলাই বাহুল্য। গোল্ড প্লেটেড ভাদা পাভ ও বার্গারের পর এবার গোল্ড প্লেটেড মিঠাই ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে দিল্লির মৌজপুরের শগুন মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে গোল্ড প্লেটেড মিঠাই। যার দাম […]

Viral Video: দামি গোল্ড প্লেটেড মিঠাই ঘিরে হৈচৈ নেটপাড়া! দিল্লির এই ভাইরাল মিষ্টির দাম শুনলে চোখ উঠবে কপালে
গোল্ড প্লেটেড মিঠাই ঘিরে হৈচৈ নেটপাড়া!

Follow Us

২০২১ সালে এমন অনেক বিচিত্র ও অদ্ভূত রেসিপির সন্ধান পাওয়া গিয়েছে, সেই ধারা ২০২০ সালেও অব্যাহত থাকবে, তা বলাই বাহুল্য। গোল্ড প্লেটেড ভাদা পাভ ও বার্গারের পর এবার গোল্ড প্লেটেড মিঠাই ভাইরাল হয়ে গিয়েছে। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে দিল্লির মৌজপুরের শগুন মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে গোল্ড প্লেটেড মিঠাই। যার দাম প্রতি কেজি ১৬,০০০ টাকা!

ভাইরাল ভিডিয়োটি ইতোমধ্যে ১১ মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে। এছাডা় ৬ লখ লাইক ও হাজার হাজার মন্তব্য পোস্ট হয়েছে। ফুড ব্লগার অর্জুন চৌহানের oye.foodieee পেজে এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকেই হৈচৈ পড়ে গিয়েছে নেটপাড়ায়।

ভিডিয়োতে দেখা গিয়েছে, গোল্ড প্লেটেড মিঠাই বিক্রি করা হচ্ছে ওই দোকানে। যেখানে মাওয়া মিঠাইয়ের উপর খাওয়ার যোগ্য সোনার মোড়ক ব্যবহার করা হচ্ছে। ভিডিয়োতে এও দেখানো হয়েছে, দুটি গোল্ড লিফ বা মোড়ক মাওয়া মিঠাইয়ের উপর লেপে দিচ্ছেন দোকানের বিক্রেতা। এরপর ছোট ছোট চৌকো করে কেটে তা াবাদা করে রাখা হচ্ছে। মিঠাইয়ের উপর এক চিমটে করে জাফরনও পরিবেশন করা হচ্ছে।

ভিডিয়োতে উল্লেখ করা রয়েছে যে, এই অসাধারণ দেখতে ও সুস্বাদু মিষ্টিটির দাম প্রতি কেজি ১৬ হাজার টাকা। দাম শুনেই অক্কা পাওয়ার জোগার। এই মহামূল্যবান মিষ্টি খাওয়ার জন্য পকেট থেকে যে অনেক টাকাই খসাতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও এই মিষ্টি একবার চেখে না দেখলেই নয়। ভিডিয়ো দেখে একজন লিখেছেন, আমার কিডনি বিক্রি করার পর এই মিষ্টি সকল বন্ধুদের মধ্যে বিতরণ করব। অপর একজন লিখেছেন, এই মিষ্টি কেনার জন্য যে টাকা খরচ হবে, সেই টাকা বাঁচিয়ে দুঃস্থদের মধ্যে খাবার বিলি করা অনেক পুণ্যের কাজ করা হববে।

কিন্তু আপনার কি মনে হয়, এই দুর্মূল্যের বাজারে এমন দামি মিষ্টি কিনে খাওয়া যেতে পারে! নাকি ওই মিঠাইয়ের স্বাদ কেমন হতে পারে, দেখার জন্য একবার অন্তত কেনা যেতেই পারে।

আরও পড়ুন: Winter Special Recipe: শীতকালে জিভের স্বাদ বদলাতে আজই বানান গুজরাটি আদাদিয়া পাক! রইল তার রেসিপি

 

Next Article