ক্যালেন্ডারের পাতা বলছে আজ তাঁর জন্মদিন। ৩৩ বছরে পা রাখলেন মিমি চক্রবর্তী। মিমির যাত্রা শুরু ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারে দিয়ে। এরপর তাঁকে দেখা গিয়েছে একাধিক বাংলা সিনেমায়। শেষ তাঁকে দেখা গিয়েছে জিতের সাথে ‘বাজি’ সিনেমায়। সুদূর জলপাইগুড়ির মেয়েটির এই যাত্রাপথ কিন্তু খুব একটা সহজ ছিল না। নিজের চেষ্টায় মডেলিং, অভিনয়- বারংবার পরিচয় দিয়েছেন নিজের প্রতিভার। এছাড়াও গান গাইতে ভালবাসেন তিনি।
ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি সিঙ্গলস। সেই সব মিউজিক ভিডিয়ো কিন্তু প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। অভিনেত্রী ছাড়াও তাঁর অনেক দায়িত্ব। যাদবপুরের সাংসদ তিনি। সেই সঙ্গে বাড়িতে রয়েছে তাঁর চারপেয়ে দুই সন্তান। ছোট থেকেই কিন্তু বেশ ডাকাবুকো মিমি। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি ভয় পান না। আর এত কিছুর মধ্যে ফিটনেসে কিন্তু কোনও ফাঁকি নেই তাঁর। হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও নিয়ম মেনে শরীরচর্চা, ডায়েট করেন তিনি। এদিকে মিষ্টিও তাঁর বড় প্রিয়। ফিট থাকতে মিমির ফিটনেস সিক্রেট কী?
বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ মিমির। তবে আমিষের থেকে নিরামিষই বেশি পছন্দ তাঁর। দিনারে তিনি বেশিরভাগ দিনই মিক্সড ডাল খান। এছাড়াও চিজ, ঘি এসবও তাঁর বিশেষ পছন্দের। আর তাই ঘি কিন্তু থাকে তাঁর প্রতিদিনের মেনুতে। মিষ্টি তাঁর প্রাণের থেকেও প্রিয়। আর তাই মিষ্টি দেখলে কোনও মতেই নিজেকে সামলে রাখতে পারেন না। প্রয়োজনে দু ঘন্টা বেশি শরীরচর্চা করতেও তিনি রাজি। তবুও মিষ্টি তিনি কোনও মতেই বাদ দেন না।
এছাড়াও মরশুমি ফল, সবজি প্রচুর পরিমাণে জল এসবও কিন্তু থাকে তাঁর ডায়েটে। এর পাশাপাশি শরীরচর্চা করতেও ভোলেন না তিনি। নিয়ম করে রোজ শরীরচর্চা করেন। চা খেতেও ভালবাসেন মিমি। আর তাই নিজের হাতেই বানিয়ে নেন নানা রকম চা। ভাল থাকুন মিমি। রইল জন্মদিনের শুভেচ্ছা
আরও পড়ুন: Green Beans: শীতে সবুজ বিনসের উপকারিতা শেয়ার করলেন শিল্পা শেট্টি, কেন রাখবেন? জানুন…