Pressure Cooker Cooking: প্রেসার কুকারে রান্না করা খাবার খাওয়া বেশ স্বাস্থ্যকর, এমনটাই জানাল গবেষণা…

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 13, 2021 | 8:47 AM

প্রেশার কুকারে রান্না করা খাবার শরীরের জন্য ভাল। পুষ্টিগুণ তো নষ্ট হয়ই না, উল্টো কিছু কিছু ক্ষেত্রে তার মাত্রা বেড়ে যায়। তা ছাড়া, জ্বালানি এবং সময় তো বাঁচেই।

Pressure Cooker Cooking: প্রেসার কুকারে রান্না করা খাবার খাওয়া বেশ স্বাস্থ্যকর, এমনটাই জানাল গবেষণা...

Follow Us

প্রেশার কুকারের রান্না অনেক তাড়াতাড়ি হয়। বিশেষ করে সিদ্ধ করার কাজ অনেক কম সময়ে হয়ে যায়। প্রেশার কুকারের ভিতরে জমা বাষ্পের চাপে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিন্তু এ প্রক্রিয়ার কারণে কি নষ্ট হতে পারে খাবারের পুষ্টিগুণ? সময় ও জ্বালানি বাঁচাতে অনেকেই প্রেশার কুকার ব্যবহার করে থাকেন। চটজলদি রান্না হয়ে গেলেও এই পাত্রে রান্না খাবার কি শরীরের জন্য ভাল? এ খাবারগুলো কি অন্য পাত্রে রান্না করা খাবারের সম পরিমাণ পুষ্টিগুণ দেয়? কী বলছে গবেষণা?

হালে কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, কিছু আনাজের অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়ে যায় প্রেশার কুকারে রান্নার ফলে। তা হলে কি এ পাত্রে রান্না করা ক্ষতিকারক? বিষয়টি ঠিক উল্টো। এমনই বলছে, বেশির ভাগ গবেষণা। কী কী হয় প্রেশার কুকারে রান্নার ফলে?

১) প্রেশার কুকারে রান্না করলে খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আরও সক্রিয় হয়ে ওঠে। আরও ভালভাবে কাজ করতে পারে সেগুলো। শরীর থেকে দূষিত পদার্থ আরও বেশি করে বার করে দেয় প্রেশার কুকারে রান্না করা খাবার।

২) মাংস রান্নার ক্ষেত্রে প্রেশার কুকার বেশি কাজের। কারণ এতে মাংস বেশি ভাল ভাবে সিদ্ধ হয়। ফলে সেটি হজম করা সুবিধাজনক। মাংসে থাকা পুষ্টিগুণ আরও বেশি মাত্রায় শরীর গ্রহণ করতে পারে, সেটি প্রেশার কুকারে রান্না করা হলে।

৩) যে সব আনাজে ভিটামিন সি রয়েছে, দেখা গেছে সেগুলো প্রেশার কুকারে রান্না করাই সবচেয়ে ভাল। কারণ সে ক্ষেত্রে ৯০ শতাংশ ভিটামিন সি-ই সংরক্ষিত থেকে যায়। ঢাকা খোলা পাত্রে সিদ্ধ করলে বা অন্য ভাবে রান্না করলে সেখানে ৭৮ থেকে ৬৬ শতাংশ ভিটামিন সি বেঁচে থাকে সেগুলোতে।

৪) খাবারে এমন কিছু উপাদান থাকে, যেগুলো পুষ্টিগুণ আহরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। পুষ্টিবিজ্ঞানের ভাষায় এগুলোকে অ্যান্টিনিউট্রিয়েন্টস বলা হয়। গবেষণায় দেখা গেছে, প্রেশার কুকারে রান্না করা খাবারে এ সব অ্যান্টিনিউট্রিয়েন্টের পরিমাণ কমে যায়।

সব মিলিয়ে প্রেশার কুকারে রান্না করা খাবার শরীরের জন্য ভাল। পুষ্টিগুণ তো নষ্ট হয়ই না, উল্টো কিছু কিছু ক্ষেত্রে তার মাত্রা বেড়ে যায়। তা ছাড়া, জ্বালানি এবং সময় তো বাঁচেই।

আরও পড়ুন: Anushka Sharma’s Breakfast: নিজেকে রোগা আর সতেজ রাখার জন্য অনুষ্কার এই ব্রেকফাস্ট খেয়ে দেখতে পারেন…

আরও পড়ুন: Bloating symptoms: একবাটি ঘুগনি সাবড়ে দেওয়ার পর পেট ফুলে-ফেঁপে যায়? রান্নার পদ্ধতিটা একটু পরিবর্তন করলে মিটে যাবে সমস্যা!

আরও পড়ুন: Sesame jaggery ladoo: শীতে কফ-কাশি থেকে দূরে থাকতে রোজ একটা করে গুড়-তিলের নাড়ু খান! পরামর্শ পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের

Next Article