Mutton kosha: শিলেবাটা মশলা দিয়ে বানান সানডে স্পেশ্যাল মটন কষা, রইল সহজ রেসিপি

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 24, 2022 | 1:47 PM

Mutton Kosha Recipe: রবিবারের দুপুরে জমিয়ে রাঁধুন মটন কষা। খেতে হবে খাসা আর স্বাদও হবে দারুণ, যদি রাঁধতে পারেন এই পদ্ধতি মেনে...

Mutton kosha: শিলেবাটা মশলা দিয়ে বানান সানডে স্পেশ্যাল মটন কষা, রইল সহজ রেসিপি
দেখে নিন কীভাবে বানাবেন মটন কষা

Follow Us

Mutton Kosha Bengali Recipe: সারা সপ্তাহ যতই তেল-মশলা ছাড়া হালকা-পাতলা ঝোলে খাওয়া-দাওয়া মিটে যাক না কেন, রবিবারের দুপুরে ভুরিভোজ ছাড়া যেন জমে না। গরম হোক বা শীতের দুপুর- গরম ধোঁওয়া ওঠা ভাতের সঙ্গে মটন হল বাঙালির ইমোশন ( Mutton Kosha Recipe)। যতই ডায়াবিটিস আর কোলেস্টেরলের চোখরাঙানি থাক না কেন, রবিবার ভোর হতে না হতেই পাড়ার মোড়ে খাসির ( Bengali Style Kosha Mangsho) দোকানে পড়ে লম্বা লাইন। যে সতই পকেটে দামের ছ্যাঁকা লাগুক না কেন। কেউ ভালবাসেন খাসির পাতলা ঝোল আবার কারোর পছন্দ মটন কষা। আর সঙ্গে উপরি পাওনা মাংসের আলু। বিরিয়ানি আর মাংসের আলুর প্রতি দুর্বলতা প্রায় সকলেরই আছে। কিন্তু মনের মত লাল-ঝাল কষা মাংস অনেকেই ঠিকমতো বানাতে পারেন না।

কাজের প্রয়োজনে যতই আমরা গ্রাইন্ডারে মশলা বাটি না কেন, শিলনোড়ায় বাটা মশলার একটা আলাদা স্বাদ থাকে। আগেকার দিনে দিদা-ঠাকুমাদের হেঁশেলে ভরসা ছিল এই শিলনোড়া। অনেকেরই মতে শিলনোড়ায় মশলা বাটলে তার স্বাদ অন্য মশলার থেকে পৃথক হয়।  আর তাই রবিবারের দুপুরে রইল মটন কষার দারুণ একটি সহজ রেসিপি। দেখে নিন ঝটপট।

যা যা লাগছে

মটন- ৫০০

আদা বাটা

রসুন বাটা

পেঁপে বাটা

বড় এলাচ

জায়ফল

জয়িত্রী

শাহী গোলমরিচ

গোলমরিচ

এলাচ

লবঙ্গ

ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

পেঁয়াজ বাটা

টমেটো বাটা

ঘি

শুকনো গুঁড়ো মশলা

যে ভাবে বানাবেন 

আদা, রসুন থেঁতো করে বেটে নিন। পেঁপে গ্রেট করে বেটে নিতে হবে। এবার বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, শাহী গোলমরিচ, এলাচ, লবঙ্গ, গেলমরিচ আর সামান্য দারচিনি নিয়ে একসঙ্গে বেটে নিন। এবার ৫০০ মটন ভাল করে ধুয়ে নিয়ে ওর মধ্যে ১০০ গ্রাম টকদই, পেঁপে বাটা, স্বাদমতো নুন, আদা বাটা, রসুন বাটা, সরষের তেল দিয়ে একঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। এবার কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিন। ওই তেলেই প্রথমে পেঁয়াজ বাটা, আদা-রসুনের পেস্ট, টমেটো পিউরি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। শিলে মশলা বাটার পর যে জল থাকে তা ফেলে না দিয়ে ওই শিলধোয়া জল মিশিয়ে দিন কষার সময়। মশলা কষা হলে মটান মিশিয়ে দিন। এবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কষা হয়ে এলে আলু দিন। এবার এক  কাপ চায়ের লিকার মিশিয়ে দিন। মাংস কষা হয়ে এলে নামানোর ঠিক আগে এক চামচ ঘি দিন। সঙ্গে ছড়িয়ে দিন তৈরি করে রাখা গুঁড়ো মশলা। পুরো রান্না হতে সময় লাগবে ৪৫ মিনিট। এবার ভাতের থালা সাজিয়ে গোল করে সপরিবারে বসে পড়ুন রসিবাসরীয় আহারে।

আরও পড়ুন: Summer Drink: প্রয়োজন নেই এসির, এই কয়েকটি ড্রিংকেই ঠান্ডা থাকবে শরীর

Next Article