সদ্য নারী দিবস পেরিয়ে এসেছে। সেদিনও নারীদের পাশাপাশি রূপান্তরকামীদের নিয়েও একাধিক কন্ঠ সোচ্চার হয়েছে। অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তারপরও কোথাও যেন রূপান্তরকামীদের দেখলে মানুষ সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে চান। একে পুরোপুরি মনের অসুখ বলা না গেলেও কোথাও গিয়ে এখনও পর্যন্ত মনের কোণে বেশ খানিকটা আঁধার জমা হয়ে আছে। আর তাই দৃষ্টিভঙ্গি বদলাতেই এমন উদ্যোগ দিয়েছে মুম্বইয়ের বাম্বাই নাজারিয়া (BAMBAI NAZARIYA)। আমাদের গতানুগতিক ভাবধারায় পরিবর্তন আনতেই এমন উদ্যোগ। রূপান্তরকামীদের অপরাধ কী, এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর না থাকলেও তাঁদের কাজ দিতে বড়ই অনীহা সমাজের।
আর তাই প্রথম এই ক্যাফেতে কর্মী হিসেবে যাঁদের নিয়োগ করা হচ্ছে তাঁরা সকলেই রূপান্তরকামী। মুম্বইয়ের ভারসোভার অভিজাত এলাকায় রয়েছে এই ক্যাফে। এখানে শেষ থেকে কর্মী সকলেই কিন্তু রূপান্তরকামী। এছাড়াও ক্যাফের যাবতীয় দেখভালের দায়িত্বে রয়েছেন ট্রান্সরাই। ক্যাফের বয়স মাত্র ২ মাস হলেও সমাজে পজিটিভিটির বার্তা ছড়িয়ে দিতে কিন্তু তাঁরা প্রস্তুত। আর তাই দৃষ্টিভঙ্গির বদল চাই- এই মর্মেই তাঁরা আবেদন রাখছেন মুম্বই বাসীর কাছে।
বাম্বাই নাজারিয়া নামের উদ্দেশ্য হল রূপান্তরকামীদের প্রতি, হিজড়েদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল। এবং মানুষ যাতে তাঁদের প্রতি সহানুভূতিশীল হন তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর তাই এই ক্যাফের ট্যাগলাইনেই রয়েছে- “Nazariya badlo, nazara badlega”
পাওভাজি, কিমা পাভ, মশলা পাভ থেকে শুরু করে কাশ্মীরী গোলাপী চা সবই কিন্তু পাওয়া যায় এই ক্যাফেতে। এছাড়াও রয়েছে পরিচিত ক্যাফে মেনুও। ক্যাফের প্রতিষ্ঠাতা দিয়েগো মিরান্ডা যেমন জানিয়েছেন, রূপান্তরকামীরাও যাতে সমান কাজের সুযোগ পান, মানুষ যাতে তাঁদের কথা ভাবেন এবং রূপান্তরকামীদের সম্পর্কে জানাতেই এই ক্যাফের ভাবনা। সেই সঙ্গে তাঁদের তৈরি খাবারেও মন ভরবে সবার, এমন আশ্বাসও কিন্তু দিয়েছেন।
আরও পড়ুন: Oatmeal: প্রিয় ওটসের সঙ্গে মিশিয়ে নিন এই কয়েকটি উপকরণ, পিছিয়ে যাবে বার্ধক্য
আরও পড়ুন: Diabetic Summer drink: তাতাপোড়া গরম থেকে বাঁচতে চুমুক দিন এই সব পানীয়তে! ভয় নেই, বাড়বে না সুগার…