Oreo Pakoda: আহমেদাবাদে এক স্টলে বিক্রি নতুন চমক- ‘ওরিও পাকোড়া’, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে ইতিমধ্যেই এই খাবার…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 08, 2021 | 12:27 PM

যদিও অনেকে উদ্ভট খাবারের সংমিশ্রণে রেগে গিয়েছিল, অন্যরা আবার বলে ওঠেন ওরিও বিস্কুট বিরিয়ানিতেও যোগ করা যেতে পারে...

Oreo Pakoda: আহমেদাবাদে এক স্টলে বিক্রি নতুন চমক- ওরিও পাকোড়া, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে ইতিমধ্যেই এই খাবার...

Follow Us

খুব বেশি দিন হয়নি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে ওরিও ম্যাগি বিক্রি হয়েছিল। কিন্তু নেটিজেনদের ট্রোলের কোপে পরে অবশেষে সেই খাবার বিক্রি একেবারেই বন্ধ হয়। এখন আহমেদাবাদের একটি খাবারের স্টলে ‘ওরিও পাকোড়া’ তৈরির একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়, তখন এটিকেও মেনে নিতে পারেনি সাধারণরা।

ক্লিপটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল, ‘ফুডি ইনকার্নেট’-এ শেয়ার করা হয়েছে, যা ফুড ভ্লগার অমর সিরোহি শেয়ার করেছেন। মজার বিষয় হল, ফুড ভ্লগার নিজেই উদ্ভট রেসিপিটি দেখে হতবাক হয়েছিলেন।

সিরোহির পোস্ট করা ভিডিও অনুসারে, যা ৮৯,০০০-এরও বেশি ভিউ পেয়েছে। এই খাবার আহমেদাবাদে পরিবেশন করা হয় এবং স্থানীয়দের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। “এই পাকোড়ায় ওরিও আছে। আমাকে বিশ্বাস করেন না? এখানে দেখুন একবার…” ফুড ব্লগারকে ক্লিপটিতে বলতে শোনা যায় যখন তিনি অরিও-ভর্তি পাকোড়াটায় কামড় বসাচ্ছেন।

ক্যামেরাটি তখন আহমেদাবাদের “রোকাদিয়া ভাজিয়া” স্টলে, সেখানে দেখা যায় খাবারটি পরিবেশন করা হচ্ছে। ৩.২৭ মিনিটের ক্লিপে, ফুড ভ্লগার দেখায় যে “ওরিও বিস্কুট পাকোড়া” তৈরি এবং পরিবেশন করা হচ্ছে। একটি প্লেট কেনার পরে তিনি তা বেশ রসিয়ে খেতে যান।

একবার অনলাইনে পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয় এবং কমেন্টের ঝড় ওঠে সেখানে। যদিও অনেকে উদ্ভট খাবারের সংমিশ্রণে রেগে গিয়েছিল। অন্যরা ওরিও বিস্কুট ব্যবহার দেখে বেশ মজা পেয়েছিল। আবার কয়েকজন বলে ওঠেন, বিরিয়ানিতে এটি যোগ করা যেতেই পারে…

আরও পড়ুন: স্ট্রিট ফুড ভালবাসেন? এই ৫ জাঙ্ক ফুড বানিয়ে তাক লাগিয়ে দিন বাড়িতেই…

Next Article