আজকাল যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগেই সকলে হালকা করে মেকআপ করেন। বলা ভাল মেকআপ না করে আজকাল সহজেই কোথাও যাওয়া যায় না। কারণ সবাই নিজের লুক, নিজের ছবি নিয়ে সচেতন। কোনও অনুষ্ঠানে গেলে সেখানে একসঙ্গে ছবি তো উঠবেই
আর তাই সুন্দর করে সাজগোজ করলে তবেই দেখতে ভাল লাগে। আজকাল নিমন্ত্রণ লেগেই থাকে। আর তাই সব সময় পয়সা খরচ করে পার্লারে গিয়ে সেজে আসা সম্ভব হয় না। আর তাই নিজেই শিখে নিন মেকআপ। কম সময়ে সামান্য উপকরণেই সেরে নিতে পারবেন বেসিক মেকআপ
পড়াশোনা হোক বা মেকআপ, সব ক্ষেত্রে সবার আগে বেসিক জানাটাই জরুরি। বেসিক জানলে তবেই ঠিক করে মেকআপ করা যায়। বেসিক মেকআপ করতে চাইলে ত্বকের সাথে মানানসই ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, সেটিং এলিমেন্ট, ব্লাশ-অন, কনট্যুর, আইশ্যাডো, আইলাইনার, এবং লিপস্টিক থাকা প্রয়োজন
বেসিক মেকআপ একবার শিখে নিতে পারলে আর কোনও অসুবিধে থাকে না। শুষ্ক ত্বকের মেকআপ এমন হতে হবে যাতে চেহারায় খসখসে বা ফাটা-ফাটা ভাব ফুটে না উঠে এবং মেকআপ ঝরে না যায়
শুষ্ক ত্বকের জন্য তেল বা ক্রিম বেস মেকআপ ব্যবহার করুন। এতে মেকআপ ভাল বসে আর মুখও নরম থাকে। তৈলাক্ত ত্বকে মেকআপ সামগ্রী প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে ত্বক যেন অতিরিক্ত তেলতেলে না হয়ে যায়
অয়েলি স্কিনে মেকআপ একেবারেই বসতে চায় না। আর মেকআপ করার পর এত বেশি ঘাম হয় যে মেকআপ গলে যেতে থাকে। তাই ওয়াটার বেসড বা ওয়াটার প্রুফ কোনও মেকআপ ব্যবহার করুন। ম্যাট ফিনিশ হলে সবচাইতে ভাল
মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিনের জন্য অয়েল ফ্রি মেকআপ ব্যবহার করুন। স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। নইলে এর আগে ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন। মুখ যত ভাল পরিষ্কার হবে তত ভাল মেকআপ বসবে।
ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুখে বরফ ঘষে নিতে হবে। এবার হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, মেকআপ সেটিং স্প্রে, ব্লাশ অন, কনট্যুর, হাইলাইটার দিয়ে আনুন ফিনিশিং টাচ