Mosquito: তেল-ধূপ কিচ্ছু লাগবে না, এই উপায়ে বাড়িতে থাকা জিনিস দিয়েই নিমেষে দূর হবে মশা
Mosquito: মশা তাড়াতে যে ধূপ বা মশা মারার তেল যে ব্যবহার করবেন সেই উপায় নেই। বাড়িতে কারও শ্বাসকষ্টের সমস্যা থাকলে এই সব ব্যবহার করতে বারণ করা হয়।

চারিপাশে বসন্তের হাওয়া। একদিকে যেমন প্রেমের মরশুম অন্যদিকে তেমনই বাড়ছে মশার প্রকোপ। বাড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার খবর। এদিকে মশা তাড়াতে যে ধূপ বা মশা মারার তেল যে ব্যবহার করবেন সেই উপায় নেই। বাড়িতে কারও শ্বাসকষ্টের সমস্যা থাকলে এই সব ব্যবহার করতে বারণ করা হয়।
প্রাকৃতিক উপায়ে কী ভাবে মশা তাড়াবেন? রইল সেই টিপস।
উপকরণ –
শুকনো নিম পাতা তেজপাতা কর্পূর একটি বাতি
কী ভাবে ব্যবহার করবেন –
একটি প্রদীপ নিয়ে তাতে শুকনো নিম পাতা, তেজ পাতা এবং সামান্য কর্পূর রাখুন। কর্পূরে সহজেই আগুন ধরে। ধোঁয়া বেরোতে শুরু করার সঙ্গে সঙ্গেই ওই প্রদীপ এমন জায়গায় নিয়ে যান যেখানে মশার উপদ্রব বেশি।
মশারা এই প্রাকৃতিক গন্ধ মোটেও পছন্দ করে না। সঙ্গে মুক্তি পাবেন মশার হাত থেকে।
এছাড়াও মশা রসুনের গন্ধ অপছন্দ করে। মশা তাড়াতে রসুনের রস জলে মিশিয়ে স্প্রে করতে পারেন।
লেবুর টুকরোতে লবঙ্গ সাজিয়ে ঘরে রেখে দিতে পারেন। এই গন্ধে মশা পালিয়ে যায়।
জল এবং ভিনিগার মিশিয়ে ঘরে স্প্রে করলেও মশার উপস্থিতি কমে।
সিট্রোনেলা এবং তুলসীর মতো গাছ মশা দূরে রাখে, তাই বাড়িতে এই ধরনের গাছ রাখলে মশার উপদ্রবও কমানো যায়।
