Hair care tips: শ্যাম্পু করার আগে এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে লাগালেই চুল ঘন আর লম্বা হবে

Hair care tips: এই তেল খুশকি দূর করে, সেই সঙ্গে চুল পড়াও বন্ধ করে। প্রাকৃতিক এই তেল চুলের জন্য খুবই ভাল। সব মিশলে এক চামচ অ্যালোভেরা জেল দিন। এবার খুব ভাল করে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া স্পা ক্রিম

| Edited By: | Updated on: Jan 10, 2024 | 8:45 AM
শীত মানেই চুলে আসে খুশকির সমস্যা। একই সঙ্গে চুল উঠে যাওয়া, রুক্ষ্ম হয়ে যাওয়া, চুল ঝরে যাওয়া এসব সমস্যাও থাকে। আর চুলে যদি খুশকি হয় তাহলে চুল তার প্রাকৃতিক সজীবতা হারিয়ে ফেলে

শীত মানেই চুলে আসে খুশকির সমস্যা। একই সঙ্গে চুল উঠে যাওয়া, রুক্ষ্ম হয়ে যাওয়া, চুল ঝরে যাওয়া এসব সমস্যাও থাকে। আর চুলে যদি খুশকি হয় তাহলে চুল তার প্রাকৃতিক সজীবতা হারিয়ে ফেলে

1 / 8
শীতে চুলে ধুলো বালিও অনেক বেশি লাগে। তাই শ্যাম্পু করার প্রয়োজন বেশি পড়ে। কিন্তু ঠান্ডার ভয়েঅনেকেই শ্যাম্পু করতে চান না। এতে চুলে আরও বেশি নোংরা জমে

শীতে চুলে ধুলো বালিও অনেক বেশি লাগে। তাই শ্যাম্পু করার প্রয়োজন বেশি পড়ে। কিন্তু ঠান্ডার ভয়েঅনেকেই শ্যাম্পু করতে চান না। এতে চুলে আরও বেশি নোংরা জমে

2 / 8
নিয়মিত পার্লারে ট্রিটমেন্ট করলে চুল ঘন, সোজা লম্বা হয় ঠিকই কিন্তু নিয়মিত পার্লারে গিয়ে এই ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। কারণ তাতে পকেটেও অনেকটা চাপ পড়ে

নিয়মিত পার্লারে ট্রিটমেন্ট করলে চুল ঘন, সোজা লম্বা হয় ঠিকই কিন্তু নিয়মিত পার্লারে গিয়ে এই ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। কারণ তাতে পকেটেও অনেকটা চাপ পড়ে

3 / 8
আর তাই এইভাবে শ্যাম্পু করুন। এভাবে শ্যাম্পু করলে চুল ঘন, উজ্জ্বল হবে। সেই সঙ্গে লম্বাও থাকবে। অনেকেরই অভিযোগ থাকে যে চুল ঠিকমতো বাড়ছে না কিন্তু এভাবে যত্ন নিলে আর কোনও সমস্যা থাকবে না

আর তাই এইভাবে শ্যাম্পু করুন। এভাবে শ্যাম্পু করলে চুল ঘন, উজ্জ্বল হবে। সেই সঙ্গে লম্বাও থাকবে। অনেকেরই অভিযোগ থাকে যে চুল ঠিকমতো বাড়ছে না কিন্তু এভাবে যত্ন নিলে আর কোনও সমস্যা থাকবে না

4 / 8
যেদিন শ্যাম্পু করবেন সেই দিনই এই উপায়টি করে দেখুন। এতে চুল লম্বা হবে, উজ্জ্বল হবে আর দেখতেও লাগবে ভাল। দুটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে নিন। এর মধ্যে দু চামচ নারকেল তেল খুব ভাল করে মিশিয়ে নিন। এবার এতে ৬ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে নিন

যেদিন শ্যাম্পু করবেন সেই দিনই এই উপায়টি করে দেখুন। এতে চুল লম্বা হবে, উজ্জ্বল হবে আর দেখতেও লাগবে ভাল। দুটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে নিন। এর মধ্যে দু চামচ নারকেল তেল খুব ভাল করে মিশিয়ে নিন। এবার এতে ৬ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে নিন

5 / 8
এই তেল খুশকি দূর করে, সেই সঙ্গে চুল পড়াও বন্ধ করে। প্রাকৃতিক এই তেল চুলের জন্য খুবই ভাল। সব মিশলে এক চামচ অ্যালোভেরা জেল দিন। এবার খুব ভাল করে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া স্পা ক্রিম

এই তেল খুশকি দূর করে, সেই সঙ্গে চুল পড়াও বন্ধ করে। প্রাকৃতিক এই তেল চুলের জন্য খুবই ভাল। সব মিশলে এক চামচ অ্যালোভেরা জেল দিন। এবার খুব ভাল করে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া স্পা ক্রিম

6 / 8
শ্যাম্পু করার আগে এই মিশ্রণ খুব ভাল করে লাগাতে হবে। এতে চুলে কোনও রকম রুক্ষ্ম ভাব থাকবে না। মাথায় খুশকি হবে না। স্ক্যাল্প থাকবে পরিষ্কার। এটি হল বাড়িতে তৈরি হেয়ার স্পা ক্রিম। মাথায় লাগিয়ে অন্তত ১ ঘন্টা রাখতে হবে

শ্যাম্পু করার আগে এই মিশ্রণ খুব ভাল করে লাগাতে হবে। এতে চুলে কোনও রকম রুক্ষ্ম ভাব থাকবে না। মাথায় খুশকি হবে না। স্ক্যাল্প থাকবে পরিষ্কার। এটি হল বাড়িতে তৈরি হেয়ার স্পা ক্রিম। মাথায় লাগিয়ে অন্তত ১ ঘন্টা রাখতে হবে

7 / 8
এক থেকে দু চামচ চিনি হাফ কাপ চাল বা ডাল ধোওয়া জলে মিশিয়ে নিতে হবে। এতে নতুন চুল জন্মায়। পরিমাণ মতো শ্যাম্পু এই জলে মিশিয়ে নিন। এবার যে কোনও কন্ডিশনার লাগিয়ে ২ মিনিট রেখে চুল ধুয়ে নিতে হবে। এতে চুল খুব নরম থাকবে

এক থেকে দু চামচ চিনি হাফ কাপ চাল বা ডাল ধোওয়া জলে মিশিয়ে নিতে হবে। এতে নতুন চুল জন্মায়। পরিমাণ মতো শ্যাম্পু এই জলে মিশিয়ে নিন। এবার যে কোনও কন্ডিশনার লাগিয়ে ২ মিনিট রেখে চুল ধুয়ে নিতে হবে। এতে চুল খুব নরম থাকবে

8 / 8
Follow Us: