Skin Care Tips: এসিতে বসে বসে শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক? কী করলে মিলবে মুক্তি?
Lifestyle Tips: এসি ঘরের বাতাসে আর্দ্রতার অভাব থাকে, ফলে শরীরের প্রাকৃতিক তেল দ্রুত হারিয়ে যায়। এর ফলেই ত্বক রুক্ষ, টানটান ও নিস্তেজ হয়ে পড়ে। তবে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললেই এই সমস্যার সমাধান সম্ভব। কী করবেন?

বর্তমান সময়ের কর্মজীবী মানুষদের অনেকেরই দিনের বড়ো অংশ কেটে যায় এসির মধ্যে। এসি যেমন আরামদায়ক ঠান্ডা পরিবেশ দেয়, তেমনই এর ফলে ত্বকে দেখা দেয় নানা সমস্যা। সবচেয়ে সাধারণ সমস্যা হল ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও খসখসে ভাব আসা। এসি ঘরের বাতাসে আর্দ্রতার অভাব থাকে, ফলে শরীরের প্রাকৃতিক তেল দ্রুত হারিয়ে যায়। এর ফলেই ত্বক রুক্ষ, টানটান ও নিস্তেজ হয়ে পড়ে। তবে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললেই এই সমস্যার সমাধান সম্ভব। কী করবেন?
১. আর্দ্রতার ঘাটতি – এসি বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়, ফলে পরিবেশ শুষ্ক হয়।
২. ত্বকের প্রাকৃতিক তেল হ্রাস – দীর্ঘক্ষণ এসির ঠান্ডা বাতাসে থাকলে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার কমে যায়।
৩. রক্ত সঞ্চালনে প্রভাব – ঠান্ডা বাতাসে রক্ত সঞ্চালন কিছুটা কমে যায়, ফলে ত্বক ফ্যাকাশে ও প্রাণহীন দেখায়।
৪. ডিহাইড্রেশন – এসি ঘরে জল খাওয়ার প্রবণতা কমে যায়, যার প্রভাব ত্বকে পড়ে।
কী করবেন ত্বক খসখসে হলে?
১. পর্যাপ্ত জল পান করুন সারাদিন এসিতে থাকলে শরীরের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে প্রচুর পানি পান করতে হবে। দিনে অন্তত ৮–১০ গ্লাস জল খেলে ত্বক ভেতর থেকে হাইড্রেটেড থাকে।
২. ফেস মিস্ট বা রোজ ওয়াটার ব্যবহার করুন মাঝে মাঝে ফেস মিস্ট বা গোলাপজল মুখে স্প্রে করলে তাৎক্ষণিক আর্দ্রতা ফিরে আসে। এটি ত্বককে সতেজ রাখে।
৩. ভালো ময়েশ্চারাইজার লাগান ত্বক ধোওয়ার পর সঙ্গে সঙ্গে একটি হাইড্রেটিং ময়েশ্চারাইজার লাগাতে হবে। গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা শিয়া বাটারযুক্ত ক্রিম এই সময় সবচেয়ে উপকারী।
৪. লিপ কেয়ার ভুলবেন না শুধু মুখ নয়, ঠোঁটও এসির প্রভাবে শুকিয়ে যায়। তাই দিনে কয়েকবার লিপ বাম ব্যবহার করতে হবে।
৫. হিউমিডিফায়ার ব্যবহার করুন অফিস বা ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করলে এসির কারণে বাতাসের শুষ্কতা কিছুটা কমে যায়, ফলে ত্বক আর্দ্র থাকে।
৬. নিয়মিত ফেস মাস্ক ব্যবহার করুন সপ্তাহে অন্তত দুইবার মধু, অ্যালোভেরা বা শসার প্যাক ব্যবহার করলে ত্বক পুষ্টি পায় এবং নরম থাকে।
৭. খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন বাদাম, আখরোট, মাছ ও বীজ ত্বককে ভেতর থেকে নরম রাখে।
