কারও পছন্দ চেন দেওয়া, কেউ ভালবাসেন চামড়ার ব্যাণ্ড, কেউ কেউ তো আবার পরেন ডিজিটাল স্মার্ট ওয়াচ! কেউ পছন্দ করেন সরু ঘড়ি তো কেউ আবার চওড়া বড়, মোটা ডায়াল। ঘড়ির আছে নানা রকমফের। সময় মাপার এই যন্ত্র শুধুই প্রয়োজনীয় নয়, অনেকের কাছে তা শখেরও। তাই নিজের অর্ধেকের বেশি টাকা ঘড়ি কিনতেই খরচা করে ফেলেন অনেকে। তবে শুধু ঘড়ি কিনলেই তো আর হল না। ঠিক করে যত্ন না নিলে, কিছুদিন পরেই তা খারাপ হয়ে যাবে আবর্জনায় পরিণত হবে। তবে ঘড়ির যত্ন নেওয়া কিন্তু অত সহজ নয়। কী ভাবে যত্ন নেবেন সাধের ঘড়িটির? রইল টিপস।
১) মসৃণ কাপড়ের টুকরোতে সামান্য মাজন মাখিয়ে ঘড়ির কাচের উপর আলতো করে ঘষুন। এটা প্রতি দিন নিয়ম করে করলে ধীরে ধীরে দাগছোপ মিলিয়ে যাবে।
২)ঘড়ির উপরের হালকা দাগ ওঠাতে জুয়েলারি বাক্সের পাতলা কাপড় খুবই কাজে দেয়। স্ক্র্যাচের উপর ধীরে ধীরে পাতলা কাপড় ঘষুন। দেখবেন নোংরা আর দাগ দুই-ই চলে গিয়েছে।
৩)ঘড়ির ব্যান্ড পরিষ্কার করাটা মুখের কথা নয়। প্রথমে ঘড়ির থেকে ব্যান্ডটা খুলে নিন। এর পর ডিটারজেন্ট মেশানো জলে তা খানিক ক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন ব্যান্ডের ময়লা দাগছোপ উঠে গিয়েছে। কড়া দাগ ওঠাতে ব্রাশ দিয়ে ব্যান্ডটি ঘষুন। এর পর জল দিয়ে ব্যান্ডটি ধুয়ে নিন। পরিষ্কার হয়ে যাবে।