AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Second Marriage: ‘দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছি, তবে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে বার বার হোঁচট খাচ্ছি’

Love and relationship: একথা সত্যি যে একটা সম্পর্ক গড়তে যতটা সময় লাগে ভাঙতে ঠিক এক সেকেন্ড সময় লাগে। তবুও যে কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়। সুতো আলগা হতে থাকলেও একটা সূক্ষ্ম টান কোথাও রয়ে যায়। আর সেই কারণেই একটা পিছুটান থাকে

Second Marriage: 'দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছি, তবে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে বার বার হোঁচট খাচ্ছি'
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 6:18 PM
Share

নিজের পছন্দেই বিয়ে করেছিলাম। বিয়ের আগে আমরা ৪ বছর একসঙ্গে মেলামেশা করেছি। পরস্পরকে যতটাসম্ভব বোঝার চেষ্টা করছি, তবু কিছু দিক অজানাই থেকে গিয়েছিল। অনেক কিছু যদিও জানতাম, ভেবেছিলাম বিয়ের পর সব ঝামেলা মিটে যাবে। তা তো হল না, উল্টে দিনের পর দিন অশান্তি বাড়ছে। একটা সময় মুখ বুজে সহ্য করেছি কিন্তু আর নয়। একটা জীবনে আমি শুধুমাত্র স্বার্থত্যাগ করে যাব এরকমটা চলতে পারে না। দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছি, তবে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে বার বার হোঁচট খাচ্ছি। যদি সুপরামর্শ দেন, তাহলে খুব উপকার হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক

একথা সত্যি যে একটা সম্পর্ক গড়তে যতটা সময় লাগে ভাঙতে ঠিক এক সেকেন্ড সময় লাগে। তবুও যে কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়। সুতো আলগা হতে থাকলেও একটা সূক্ষ্ম টান কোথাও রয়ে যায়। আর সেই কারণেই একটা পিছুটান থাকে। কথায় কথায় আমরা যতই নিজেদের ‘Emotional’ তকমার বাইরে রাখার চেষ্টা করি না কেন কোথাও গিয়ে মনের মধ্যে একটা আঁচড় থেকে যায়। একটা মানুষের সঙ্গে এক ছাদের তলায় থাকার কিছু স্মৃতি তো থাকে। যতই খারাপ মুহূর্ত থাকুক না কেন ভালস্মৃতি অবশ্যই থাকবে। জোর করে কাউকেই মনের থেকে মুছে ফেলা যায় না। একসঙ্গে সময় কাটালে এবং পারস্পারিক বোঝাপড়া থাকলে অনেক সমস্যারই সমাধান হয়। আবার কিছুক্ষেত্রে তা হয় না। দিনের পর দিন কেউ একজম সম্পর্কে শুধুমাত্র স্বার্থত্যাগ করে যাবেন নীরবে, সেই দিন এখন আর নেই। প্রতি মানুষেরই নিজের মত ভাল থাকার অধিকার রয়েছে। সমাজ কী বলবে-এই ভাবনায় একটা গোটা জীবন এখন আর কাটে না।

হতেই পারে ১০ বছর আগের চেনা মানুষটি হঠাৎ করে আমূল বদলে গেলেন। প্রথম দু’দিন খারাপ লাগবে তবে সেই খারাপ লাগা দিনের পর দিন থাকবে না। স্মৃতিতে আটকে থাকলে কোনও নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন না। প্রথমে চেষ্টা করুন নিজের ভুলগুলো শুধরে নিতে। কোনও রকম তাড়াহুড়ো নয়। ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। আবেগের বশে কোনও কিছু করবেন না, কারণ তা সম্পর্কে চিরস্থায়ী কোনও প্রভাব ফেলে না। সময় নিয়ে ভেবে চিন্তে এগোন। আগেরজনের সঙ্গে দ্বিতীয় জনের তুলনা টানবেন না। এতে মনে কষ্ট বাড়বে আর সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। সবার আগে মকে প্রশ্ন করুন বারবার। যে ভাবে উত্তর পাবেন সেইমতো সিদ্ধান্ত নিন।