AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

7 Horse Picture: বাড়িতে আনুন শুধু সাতটি সাদা ঘোড়ার ছবি, ঘুরে যাবে থমকে যাওয়া ভাগ্যের চাকা

7 Horse Picture: বিশ্বাস করা হয় সাতটি ঘোড়া সূর্যের প্রতীক। সূর্য ও ঘোড়া একইসঙ্গে শক্তি ও সাফল্যের প্রতিনিধিত্ব করে থাকে। তবে ছবি কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। কী সেগুলি?

7 Horse Picture: বাড়িতে আনুন শুধু সাতটি সাদা ঘোড়ার ছবি, ঘুরে যাবে থমকে যাওয়া ভাগ্যের চাকা
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 27, 2025 | 10:50 AM
Share

বাস্তুশাস্ত্র মেনে বাড়ি তৈরি করার চল তো রয়েইছে। এমনকী বাড়ির কোথায় কোন জিনিস থাকবে তাও অনেকে বাস্তুশাস্ত্র মেনেই করে থাকেন। কিন্তু জানেন একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট জিনিস বাড়িতে রাখলেই ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। শুধু চাই দেওয়ালে একফালি জায়গা। বাড়িতে ৭টি সাদা ঘোড়ার ছবি রাখলে তা শুভ বলে মনে করা হয়। এই ছবিকে একসঙ্গে সৌভাগ্য, সম্পদ, এবং উন্নতির প্রতীক হিসাবে ধরা হয়। আপনি চাইলে প্রিয়জনকে উপহার হিসাবেও দিতে পারেন এই ছবি। 

বাস্তুশাস্ত্র বলেছে এই ধরনের ছবি বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। জীবনের প্রতিটা পদে উন্নতির ক্ষেত্রে সহায়কের ভূমিকা নেয়। তবে ঘরের যে কোনও প্রান্তে এটা রাখলে হবে এমনটা নয়। বাস্তুশাস্ত্র বলেছে, ৭টি সাদা ঘোড়ার ছবি পূর্ব দিকে দেওয়ালে রাখলে কর্মজীবনে উন্নতি, সমাজে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বাড়তে থাকে। তবে রাখা যেতে পারে দক্ষিণ দিকেও। যার জেরে সামগ্রিক সাফল্য এবং খ্যাতির রাস্তা খুলে যায়। 

বিশ্বাস করা হয় সাতটি ঘোড়া সূর্যের প্রতীক। সূর্য ও ঘোড়া একইসঙ্গে শক্তি ও সাফল্যের প্রতিনিধিত্ব করে থাকে। তবে ছবি কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। ঘোড়াগুলির মুখ যেন স্পষ্ট দেখা যায়। তাদের দেখে যেন মনে হয় যেন তারা আনন্দে ছুটে আসছে। পিছনে যদি সূর্যদয়ের মুহূর্ত থাকে তাহলে খুবই ভাল। ঘোড়াগুলির রঙ অবশ্যই সাদা হবে। গলায় থাকবে না কোনও লাগাম। 

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।