Indian Railways: ভারতের কোন কোন স্টেশন থেকে বিদেশে রওনা হয় ট্রেন?

Dec 29, 2024 | 4:11 PM

Indian Railways: ভারতের যে কটি স্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেন ছাড়ে তার মধ্যে অনেককটিই কিন্তু আবার আছে এই পশ্চিমবঙ্গে। জানেন কী কী সেই সব স্টেশন?

Indian Railways: ভারতের কোন কোন স্টেশন থেকে বিদেশে রওনা হয় ট্রেন?
Image Credit source: uniquely india

Follow Us

ভারতে কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনে করে যাত্রা করেন। এর মধ্যে যেমন লোকাল ট্রেন আছে তেমনই আছে আন্তর্জাতিক ট্রেন। এমন বহু ট্রেন আছে যাতে চেপে আপনি ঘুরে আসতে পারেন বিদেশ থেকেও। কিন্তু ভারতের কোন স্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেন ছাড়ে, জানেন? কোন কোন দেশেই বা ভারত থেকে ট্রেন চলাচল করে? ভারতের যে কটি স্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেন ছাড়ে তার মধ্যে অনেককটিই কিন্তু আবার আছে এই পশ্চিমবঙ্গে। জানেন কী কী সেই সব স্টেশন?

১। বাংলাদেশ বর্ডারের খুব কাছেই অবস্থিত পশ্চিমবঙ্গের হলদিবাড়ি স্টেশন। আর এই স্টেশন থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ে।

২। ট্রেনে করে কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন নেপালেও। বিহারের মধুবনির জয়নগর স্টেশন থেকে নেপালের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে।

এই খবরটিও পড়ুন

৩। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্ত থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় ট্রেন।

৪। পশ্চিমবঙ্গের মালদহ জেলার সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন। বাংলাদেশের সঙ্গে মালদহের সীমান্ত এলাকা থাকার সুবাদে এখান থেকেও ট্রেনে করে যেতে পারেন বাংলাদেশে।

৫। বিহারের জোগবানি রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু বিদেশের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। নেপাল সীমান্ত অবস্থিত হওয়ার দরুন এখান থেকে ট্রেনে করে নেপালে যেতে পারেন।

৬। পশ্চিমবঙ্গের আরেক স্টেশন উত্তর দিনাজপুরের রাধিকাপুর রেলস্টেশন। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের জন্য এই স্টেশন খুবই গুরুত্বপূর্ণ।

৭। কলকাতায় অবস্থিত কলকাতা স্টেশন সপ্তাহে দুটি ট্রেন বাংলাদেশের ঢাকা এবং খুলনার উদ্দেশ্যে রওনা হয়।

৮। এছাড়াও একটা সময় দিল্লি থেকে পাকিস্তানের আটারিতে যাত্রা করত সমঝোতা এক্সপ্রেস। যদিও দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে এখন এই ট্রেনগুলির মধ্যে অনেকগুলিই বন্ধ থাকে।

Next Article