বুলগেরিয়ার বাবা ভাঙ্গার নানা ভবিষ্যদ্বাণী আজকাল লোকের মুখে মুখে ঘোরে। তাঁর বলে যাওয়া নানা কথা হুবহু মিলেছে বহুবার। অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গার পাশাপাশি ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাসও এই বিশ্বে হওয়া একাধিক বড় বড় প্রাকৃতিক দুর্যোগের কথা অনেক আগেই বলে গিয়েছেন। নতুন বছর নিয়ে বাবা ভাঙ্গা নানা ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মধ্যে ছিল মহামারীর কথা, প্রাকৃতিক দুর্যোগের কথা। ২০২৫ সালের শুরুতে HMP ভাইরাসের আগমনের সঙ্গে সঙ্গে অনেকে বলতে শুরু করেন বাবা ভাঙ্গার বলে যাওয়া কথা মিলছে। এরপর যখন তিব্বতে ভূমিকম্প হল, তখনও অনেকের মনে পড়ল বুলগেরিয়ানবাসী বাবা ভাঙ্গার কথা। এ বার লন্ডনের এক বাসিন্দা ভবিষ্যদ্বাণী করেছেন যে, ২০২৫ সালে শেষ হবে দুনিয়া। কে তিনি?
নাম তাঁর নিকোলাস অজুলা। অতীতে তিনি করোনা মহামারির ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা সারা বিশ্বে বিরাট প্রভাব ফেলেছিল। তবে এখানেই তাঁর ভবিষ্যদ্বাণীর তালিকা শেষ হয়নি। তিনি বিশ্বজুড়ে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মতো ঘটনা যে হতে পারে, তা আগাম জানিয়েছিলেন। একইসঙ্গে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেন চ্যাম্পিয়ন হবে এবং সুপারমার্কেট টেকনোলজি আরও উন্নত হবে, যেমন রোবট সিকিউরিটি গার্ডের উল্লেখও করেন নিকোলাস। এ বার সেই নিকোলাস জানিয়েছেন, এ বছর হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাসও এ বছর তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন। অবশ্য শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েই নয়, নিকোলাস অজুলার মতে ২০২৫ সালে মানুষের মধ্যে সহানুভূতি থাকবে না। ধর্ম ও জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরকে ঘৃণা করবে। হত্যা করতে উদ্যত হবে। জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন।
কীভাবে আগাম কোনও বিষয় নিয়ে বলার ক্ষমতা পেলেন নিকোলাস? এ নিয়ে তিনি জানান, যে সময় তাঁর ১৭ বছর বয়স ছিল, তখন স্বপ্নে তাঁকে কেউ ভবিষ্যতের ঘটনা সম্পর্কে বলে দিতেন। ৩৮ বছর বয়সী নিকোলাস কৈশোরকালে একবার কোমায় চলে গিয়েছিলেন। সেখান থেকে লড়াই করে ফিরেও আসেন। পরবর্তীতে বিশ্বব্যাপী তাঁর অদ্ভুত ক্ষমতার কথা ছড়িয়ে পড়ে।