AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cholesterol Diet: কোলেস্টেরলের যম এই ৭ ফল! ডায়েটে থাকলে ৭ দিনে মিলবে মুক্তি

Cholesterol Diet: কিছু বিশেষ ফল নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ফলগুলিতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও উপকারী ফাইটোনিউট্রিয়েন্টস, যা শরীর থেকে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে।

Cholesterol Diet: কোলেস্টেরলের যম এই ৭ ফল! ডায়েটে থাকলে ৭ দিনে মিলবে মুক্তি
| Edited By: | Updated on: Jun 30, 2025 | 11:48 PM
Share

আজকের দিনে উচ্চ কোলেস্টেরল একটি অত্যন্ত সাধারণ কিন্তু বিপজ্জনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি সরাসরি হৃদরোগ, ব্লকেজ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের কারণ হতে পারে। তবে কিছু বিশেষ ফল নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ফলগুলিতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও উপকারী ফাইটোনিউট্রিয়েন্টস, যা শরীর থেকে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে।

১. আপেল “An apple a day keeps the doctor away”—এই প্রবাদ কেবল কথার কথা নয়। আপেলে থাকে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার, যা কোলেস্টেরল শোষণে বাধা দেয় এবং শরীর থেকে তা বের করে দেয়। এছাড়া এতে অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল থাকে, যা হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়।

২. কমলা কমলা ও অন্যান্য সাইট্রাস ফল যেমন মৌসুমি, মাল্টা ইত্যাদি ভিটামিন C ও ফাইবার সমৃদ্ধ। এতে থাকা হেস্পেরিডিন ও নারিঙ্গেনিন নামক যৌগ কোলেস্টেরল কমাতে কার্যকর ভূমিকা নেয়।

৩. অ্যাভোকাডো অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাট, যা খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। এতে রয়েছে পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা হৃদপিণ্ডের জন্য খুব উপকারী।

৪. আঙুর আঙুরে রয়েছে রেসভারাট্রল, যা রক্তনালির ক্ষয় রোধ করে এবং LDL কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি রক্তে চর্বির পরিমাণও নিয়ন্ত্রণে রাখে।

৫. বেরি জাতীয় ফল (স্ট্রবেরি, ব্লুবেরি) এই ফলগুলিতে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার। এগুলি কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে।

৬. আম আমে থাকা পলিফেনল ও ভিটামিন C কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। যদিও এটি মিষ্টি, তবুও পরিমিত খেলে এটি ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়ক।

৭. পেয়ারা পেয়ারাতে প্রচুর ডায়েটারি ফাইবার ও ভিটামিন C থাকে, যা খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক। এটি হজমে সাহায্য করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে।

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি দৈনন্দিন খাদ্যতালিকায় এই ফলগুলি যুক্ত করা অত্যন্ত উপকারী। তবে অবশ্যই মনে রাখতে হবে, অতিরিক্ত নয়—পরিমিত ও নিয়মিত খাওয়ার মধ্যেই রয়েছে স্বাস্থ্যরহস্য। শরীর সুস্থ রাখতে, ফল হোক প্রতিদিনের সঙ্গী।