সঙ্গীর সঙ্গে কার্গিল ট্রিপ! নৈসর্গিক অভিজ্ঞতা নিতে যেতে পারেন এখানে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 17, 2021 | 3:20 PM

Kargil Trip: কারগিল শহরটি আদতে কূটনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য খ্যাত। কারগিল ভ্রমণ একটি জীবনকালীন অভিজ্ঞতার চেয়ে কম হবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬৭৬ মিটার উঁচু এই ছোট্ট জায়গার চরম জলবায়ু অজানা কিছু নয়।

সঙ্গীর সঙ্গে কার্গিল ট্রিপ! নৈসর্গিক অভিজ্ঞতা নিতে যেতে পারেন এখানে

Follow Us

শীতকালে এখানে তাপমাত্রা নূন্যতম মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। কারগিল ভ্রমণের পরিকল্পনা করলে আগে জায়গা সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে রাখা দরকার…

কারগিলে গিয়ে কী কী দেখবেন

শ্রীনগর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ও নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এর উত্তরের অঞ্চলে অবস্থিত কারগিলে বিভিন্ন আকর্ষণীয় স্পট রয়েছে। কার্গিল যুদ্ধ সম্পর্কে অন্তর্দৃষ্টি দ্রাস ওয়্যার মেমোরিয়াল দেখা উচিত। এরপর তো হিমালয়ের কোলে প্রাকৃতিক সুরু উপত্যকা দেকার সুযোগ তো রয়েছেই। প্রকৃতি ও রোমাঞ্চপ্রেমীদের স্বর্গ এটি। ভ্রমণপথে মূলবেখ মঠটের সুচারু নিদর্শন দেখেত ভুলবেন না যেন।

কারগিলে গিয়ে কী কী করবেন

দেশের প্রত্যন্ত প্রান্তে নির্জনতার পাশাপাশি বিভিন্ন দুঃসাহসিক অত্রিজ্ঞতা অর্জন করতে পারেন। মঠ, ট্রেকিং এবং রিভার রাফটিংয়ের সার্কিটে গিয়ে অ্যাডভেঞ্চারে মাততে কেউ বাধা দেবে না। হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত কারগিলে ট্রেকিংয়ের মজাই আলাদা। মাউন্ট নুন, মাউন্ট কামেট, মাউন্ট কুন, মাউন্ট সাতোপন্থ- এই ভিন্ন পর্বতচূড়োয় ট্রেকিং করার সুযোগ পেতে পারেন। এছাড়া শপিংয়ের মজাও রয়েছে। দেদার শপিংয়ের জন্য রয়েছে নামী-অনামী দোকান।

আরও পড়ুন: রোড ট্রিপ পছন্দ? জেনে নিন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রোড-ট্রিপগুলোর হদিশ

কারগিল থেকে উইকএন্ড যাত্রা

নৈসর্গিক প্রকৃতির মাঝে সময় কাটানো কারগিল যাত্রা সত্যিই ভাগ্যের। যদি মনে করেন কারগিল থেকে অন্য কোথাও যাবেন, তাও যেতে পারেন। শ্রীনগর, পহেলগাম, নুব্রা ভ্যালি, সোনামার্গ, আলচি, গুলমার্গ এবং লেহের মতো মনোমুগ্ধকর এবং সুন্দর জায়গাগুলি ঘুরে দেখতে পারেন।

কার্গিল কিভাবে পৌঁছাবেন?

কারগিল যাওয়ার সহজ ও একমাত্র রাস্তা হল রাস্তা। উড়ানেও যেতে পারেন, কিন্তু রোড ট্রিপে কারগিল যাওয়ার আনন্দ ও অভিজ্ঞতা জীবনে কোনওদিন ভুলবেন না। বিমানে করে যেতে হলে, জম্মুএবং দিল্লি থেকে নিয়মিত বিমান চলাচল করে। তারপরে, লেহে পৌঁছানোর পরে, আপনি লেহ এবং কারগিলের রাস্তা ধরতে পারেন, যা প্রায় সারা বছরই খোলা থাকে। তুষারপাতের কারণে নভেম্বর থেকে টানা নয় মাস শ্রীনগর ও কারগিলের রাস্তা বন্ধ থাকে। তবে সবসময় কার্গিল এবং দ্রাসের মধ্যবর্তী রুটটি সারা বছর খোলা থাকে।

Next Article