পর্যকদের জন্য বটেই, দেশবাসীর জন্যও দারুণ খবর। এবার প্রতি ২২ মিনিটে দিল্লি থেকে বারাণসী (Delhi To Varanasi) পৌঁছে যেতে পারবেন। কারণ আগামী কয়েক বছরের মধ্যেই বুলেট ট্রেন পরিষেবা (Bullet Train) চালু হয়ে যাবে।
সম্প্রতি জানা গিয়েছে, দিল্লি-বারাণসী হাই স্পিড রেল করিডোরে (DVHSR) শুরু করার পরিকল্পনা করা হয়েছে। বুলেট ট্রেন চালু করা নিয়ে এমনটাই রেল মন্ত্রক রাজ্যসভায় জানিয়েছে। এও বলা হয়েছে, ডিভিএইচএসআর-সহ সাতটি করিডোরের জন্য বিশদ প্রকল্প প্রতিবেদন ডিপিআর প্রস্তুত করার জন্য একটি সমীক্ষা করা হবে।
রেল আধিকারিকদের মতে, ৮১৩ কিমি দীর্ঘ করিডোরে ১৩টি স্টেশন থাকবে। একটি দিল্লিতে ভূগর্ভস্থ এবং ১২টি উত্তর প্রদেশে নির্মাণ করা হবে। ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩৩০ কিমি বেগে দিল্লি থেকে বারাণসী ছুটবে বলে জানা গিয়েছে। বুলেটের মত তীব্র গতিতে ছোটা এই ট্রেনটির দিল্লি থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা ৩৩ মিনিটে। ভূগর্ভস্থ স্টেশনের জন্য, একটি ১৫ কিলোমিটার দীর্ঘ টানেল পরিকল্পনা করা হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, “প্রতিদিন মোট ৪৩টি ট্রেন প্রতি ২২ মিনিটে অবধ ক্রসিং স্টেশনে পৌঁছাবে”। প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, বারাণসী থেকে প্রতি ৪৭ মিনিটে প্রতিদিন ১৮টি ট্রেন চলাচল করবে। হজরত নিজামুদ্দিন থেকে যাত্রা শুরু করবে এবং নয়ডা সেক্টর ১৪৬ মেট্রো স্টেশন, জেওয়ার বিমানবন্দর, মথুরা, আগ্রা, ইটাওয়া, কনৌজ, লখনউ, রায়বেরেলি, প্রতাপগড়, প্রয়াগরাজ, ভাদোহিতে থামবে এবং বারাণসীর মান্ডুয়াদিহে গিয়ে শেষ হবে। .
রেল কর্তৃপক্ষের মতে, DVHSR-এর আরেকটি বিভাগ লখনউ এবং অযোধ্যাকে ইতোমধ্যেই সংযুক্ত করার জন্য প্রস্তাব জানানো হয়েছে। দিল্লি-বারাণসী রুট ছাড়াও, বারাণসী-হাওড়া, দিল্লি-অমৃতসর, দিল্লি-আমেদাবাদ, মুম্বই-হায়দরাবাদ, মুম্বই-নাগপুর এবং চেন্নাই-মহীশূর বেঙ্গালুরু রুটের জন্যও সমীক্ষা চালানো হবে।
আরও পড়ুন: Mussoorie: পোষ্যকে সঙ্গে নিয়ে ভ্রমণের প্ল্যান করছেন? কুকুরের জন্য সেরা গন্তব্যস্থল এখন এই হোটেল