Offbeat Destination: হাত বাড়ালেই ভুটান সীমান্ত, এই গ্রামে গেলে পাবেন প্রাকৃতিক নির্জনতা

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 30, 2023 | 11:36 AM

Kalimpong: এমন জায়গার সন্ধানে অনেকেই রয়েছেন, যেখানে গেলে পাওয়া যায় প্রাকৃতিক প্রশান্তি আর নির্জনতা। এমনই এক অফবিট জায়গা রয়েছে কালিম্পংয়ে। কালিম্পংয়ে চিসাং। মেঘে ঢাকা চিসাং যেন পৃথিবীর বুকে এক চিলতে স্বর্গ।

Offbeat Destination: হাত বাড়ালেই ভুটান সীমান্ত, এই গ্রামে গেলে পাবেন প্রাকৃতিক নির্জনতা

Follow Us

গরমের ছুটিতে ভিড় বাড়ে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলোয়। হাঁসফাঁস গরম থেকে দূরে থাকতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের গ্রামগুলোয় ঢুঁ মারেন অনেকে। এখন অফবিট ডেস্টিনেশনের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু গরমের ছুটিতে সেই সব জায়গায় হোমস্টে খালি পাওয়াই মুশকিলের। তাই এমন জায়গার সন্ধানে অনেকেই রয়েছেন, যেখানে গেলে পাওয়া যায় প্রাকৃতিক প্রশান্তি আর নির্জনতা। এমনই এক অফবিট জায়গা রয়েছে কালিম্পংয়ে। কালিম্পংয়ে চিসাং। মেঘে ঢাকা চিসাং যেন পৃথিবীর বুকে এক চিলতে স্বর্গ।

মালবাজার থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই চিসাং। তবে ডুর্য়াসের হয়ে পৌঁছাতে হয় এই চিসাংয়ে। নিউ জলপাইগুড়ি থেকে চিসাংয়ের দূরত্ব ১০৬ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। ডুর্য়াসের প্যারেন থেকে যেতে হয় চিসাংয়ে। প্যারেন থেকে রাস্তা একটু উঁচু-নিচু। কিন্তু চিসাং পৌঁছে ভুলে যাবেন সমস্ত ক্লান্তি। তোদে থেকেও যাওয়া যায় চিসাং। তেন্দু উপত্যকার কোলে লুকিয়ে এই চিসাং। যদিও চিসাং ভুটানের সীমান্ত খুব কাছেই। ভুটান সীমান্ত থেকে মাত্র ৪ কিমি দূরত্বে অবস্থিত এই পাহাড়ি গ্রাম।

সবুজ পাহাড়ের কোলে নিরিবিলি গ্রাম চিসাং। চিসাং পৌঁছে গেলে আপনি শহুরে কোলাহল থেকে অনেক দূরে চলে যাবেন। সামনেই ভুটানের পাহাড়। হাত বাড়ালেই ছুঁয়ে নিতে পারবেন ভুটান সীমান্তকে। এমনকী চিসাংয়ের হোমস্টেতে বসে দেখা যাবে ডোকলাম আর নাথুলার পাহাড়। তবে, পূর্ণিমার রাতেই চিসাংয়ে থাকা উচিত। পূর্ণিমায় আলোয় সেজে ওঠে চিসাং। চিসাংয়ের খুব কাছ দিয়ে বয়ে চলেছে দাবেখোলা। এই দাবাখোলার এক পারে চিসাং আর অন্য পারে ভুটান। চিসাংয়ের জনসংখ্যা খুব কম। কিন্তু এখানকার অর্কিড ফুলের বাহার এবং অরগ্যানিক ফসলের চাষ চিসাংয়ের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এখানে মূলত এলাচের চাষ হয়।

চিসাং থেকে ঘুরে নিতে পারে ডুয়ার্স ও উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি গ্রাম। চিসাং থেকে ঘুরে নিতে পারেন তোদে, তংতা, রংপো, দলগাঁও, ঝালং, বিন্দু, প্যারেন, বৌদ্ধগুম্ফা। এছাড়া চিসাংয়ের খুব কাছেই রয়েছে দলগাঁও ভিউ পয়েন্ট, তোদে বাজার ও তংতা বৌদ্ধগুম্ফা। তবে, চিসাংয়ে এসে নিরিবিলিতে কিছু সময় কাটানোই ভাল। পাখিদের ডাক ছাড়া আর কোনও কোলাহল শোনা যাবে না এখানে। আর প্রাকৃতিক পরিবেশে এমনই আপনার চোখ ও মন জুড়িয়ে যাবে।

তোদে বাজার থেকে চিসাং যাওয়ার জন্য শেয়ার গাড়ির ব্যবস্থা নেই। সুতরাং, আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ির ভাড়া ৪,০০০ থেকে ৫,০০০ টাকা। আর মাল জংশন থেকে গাড়ি ভাড়া করলে প্রায় ২,৫০০ টাকা খরচ হবে। আর চিসাংয়ে থাকার জন্য হাতে গোনা কয়েকটি হোমস্টে রয়েছে। সেখান থেকে থাকা-খাওয়া নিয়ে জনপ্রতি ১,৫০০ থেকে ২,৫০০ টাকা খরচ। চিসাং যাওয়ার দুটি পথ। ঝালং ও বিন্দু হয়ে। যদি বিন্দু হয়ে চিসাং যান, তাহলে ফিরুন ঝালং দিয়ে।

Next Article