Ladakh: দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি ভারতের কোথায় অবস্থিত, জানেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 05, 2023 | 11:11 AM

Night Sky Sanctuary: স্থানীয় পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশেই তৈরি হয়েছে হ্যানলেতে ডার্ক স্কাই রিজার্ভ। তবে, হ্যানলের অবস্থান ও সৌন্দর্যকে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না। শান্ত পরিবেশ ও নির্জনতা, উচ্চতা এবং দূষণ না থাকায় হ্যানলে স্টারগেজিং (Stargazing)-এর জন্য আদর্শ।

Ladakh: দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি ভারতের কোথায় অবস্থিত, জানেন?

Follow Us

ভারতীয় পর্যটকদের মধ্যে ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে অ্যাস্ট্রো ট্যুরিজ়মের চাহিদা। রাতের অন্ধকারে খোলা আকাশের নীচে বসে গ্রহ-নক্ষত্র দেখার ইচ্ছে অনেকের। কর্ণাটকের কুর্গ‌ থেকে শুরু করে হিমাচলের প্রদেশের স্পিতি উপত্যকা, সিকিমের লাচেন ‘নাইট স্কাই’-এর জন্য বেশ জনপ্রিয়। তবে, এখন লাইমলাইটে রয়েছে লাদাখ। লাদাখের প্যাংগং হ্রদের তীরে বসে তারা গোনার অভিজ্ঞতা রয়েছে অনেক পর্যটকের। কিন্তু প্যাংগং হ্রদের থেকেও জনপ্রিয়তা বাড়ছে হ্যানলের। বর্তমানে হ্যানলে ভারতের প্রথম ‘ডার্ক স্কাই রিজার্ভ’। গত এক বছর ধরে লাদাখের এই প্রত্যন্ত গ্রাম হয়ে উঠেছে অ্যাস্ট্রো ট্যুরিজ়মের ঘরবাড়ি।

ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ ছিলই, এখন লাদাখের হ্যানল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’। লাদাখের চাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে হ্যানলে। ৪,৫০০ মিটার উচ্চতায় হ্যানলে বর্তমানে বিশ্বের অন্যতম উঁচু জ্যোতির্বিজ্ঞান মানমন্দির। ‘লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিল’-এর উদ্যোগ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে লাদাখের নাইট স্কাই স্যাংচুয়ারি।

স্থানীয় পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশেই তৈরি হয়েছে হ্যানলেতে ডার্ক স্কাই রিজার্ভ। তবে, হ্যানলের অবস্থান ও সৌন্দর্যকে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না। শান্ত পরিবেশ ও নির্জনতা, উচ্চতা এবং দূষণ না থাকায় হ্যানলে স্টারগেজিং (Stargazing)-এর জন্য আদর্শ। তাছাড়া হ্যানলে এলে পর্যটকেরা চাংথাং অভয়ারণ্যের জীববৈচিত্র্যও দেখতে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও তিব্বতের ইতিহাস বেশ গুরুত্ব রয়েছে হ্যানলের। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হ্যানলে নদী। প্রাচীন লাদাখ ও তিব্বতের মধ্যে বাণিজ্য হত যে সব রুট ধরে, তার অন্যতম শাখা এই হ্যানলে।

বিশ্বজুড়ে যে ডার্ক স্কাই রিজার্ভ রয়েছে, সেই তালিকায় ১৫ থেকে ১৬ নং-এ জায়গা পেতে চলেছে হ্যানলে। এতে বিদেশি পর্যটক ও গবেষকেরাও হাই-অল্টিটিউড টেলিস্কোপ নিয়ে দেশের এই অঞ্চলে আসতে পারবেন। বর্তমানে অপটিক্যাল, ইনফ্রারেড এবং গামা-রে টেলিস্কোপের জন্য বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত সাইটগুলির মধ্যে একটি হল হ্যানলে। এতে দেশের অ্যাস্ট্রো ট্যুরিজ়মের চাহিদা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যটন ও অর্থনীতিও উন্নত হবে।

Next Article