গণেশ চতুর্থী-রাখি উপলক্ষ্যে বেড়াতে যাবেন? জেনে নিন কোন রাজ্যে কী কোভিড বিধিনিষেধ রয়েছে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 05, 2021 | 5:27 PM

পুনে, মুম্বই, চেন্নাই থেকে প্লেনে যাঁরা বাংলায় আসবেন তাঁদের সকলকে RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখা হবে। ৮ অগস্ট থেকে চালু হবে এই নতুন নিয়ম। বিমান ছাড়ার ৭২ ঘণ্টা আগে পর্যন্ত করানো কোভিড টেস্টের রিপোর্ট গ্রাহ্য করা হবে। 

গণেশ চতুর্থী-রাখি উপলক্ষ্যে বেড়াতে যাবেন? জেনে নিন কোন রাজ্যে কী কোভিড বিধিনিষেধ রয়েছে
জানুন ভারতের বিভিন্ন রাজ্যের লেটেস্ট কোভিড গাইডলাইন

Follow Us

গণেশ চতুর্থী, রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা- অগস্ট মাস জুড়ে রয়েছে উৎসব। আর এই উপলক্ষ্যে অনেকেই হয়তো অন্য রাজ্যে যাবেন। কোথাও বোন বা দিদিরা, দাদা কিংবা ভাইকে রাখি বাঁধতে যাবেন। উল্টোটাও হবে। গণেশ চতুর্থী উপলক্ষ্যেও উৎসবের আমেজে অনেকেই নিজের আসল বাড়িতে ফিরবেন। কিন্তু এই উৎসবের আমেজেও কাঁটা হয়ে রয়েছে করোনা। একাধিক রাজ্যে রয়েছে বিভিন্ন নিয়ম। এইসব কোভিড বিধি মেনে চলতেই হবে আপনাকে। তাই মাঝরাস্তায় যাতে সমস্যায় না পড়েন, সেজন্য আগেভাগেই জেনে নিন কোন রাজ্যে এখন লাঘু হয়েছে কী নিয়ম। সর্বোপরি সঙ্গে কী কী ডকুমেন্ট রাখতে হবে, সেটাও জেনে রাখা প্রয়োজন।

ছত্তিসগড়- বিমানে করে যাঁরা ছত্তিসগড়ে প্রবেশ করবেন তাঁদের নেগেটিভ RT-PCR রিপোর্ট অর্থাৎ কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। ফ্লাইটে বোর্ডিং করার ৯৬ ঘণ্টা আগে পর্যন্ত করানো কোভিড টেস্টের রিপোর্ট গ্রাহ্য করা হবে।

কর্নাটক- কেরল এবং মহারাষ্ট্র থেকে যাঁরা কর্নাটকে প্রবেশ করবে তাঁদের সকলকে RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। যে পরিবহণের মাধ্যমেই আপনি আসুন না কেন, এই দুই রাজ্যে থেকে কর্নাটকে এলে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক।

হিমাচলপ্রদেশ- করোনা কেসের সংখ্যা ক্রমশ বাড়ছে হিমাচলে। তাই পর্যটকরা এই রাজ্যে প্রবেশ করতে চাইলে RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখানো মাধ্যতামুলক। ৭২ ঘণ্টার বেশি পুরনো রিপোর্ট গ্রাহ্য করা হবে না। এর পাশাপাশি ভ্যাকসিন নেওয়া হয়ে থাকলে, প্রথম বা দ্বিতীয় যে ডোজই নেওয়া হোক, সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এই ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকলে হিমাচলে প্রবেশের অনুমতি পাবেন পর্যটকরা।

চেন্নাই- কেরল এবং তামিলনাড়ু থেকে এই রাজ্যে এলে একমাত্র RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখালে তবেই প্রবেশ অনুমতি পাবেন। সমস্ত ধরনের পরিবহণ মাধ্যমের যাত্রীদের জন্য এই নিয়ম প্রযোজ্য। ৫ অগস্ট থেকে চেন্নাইতে নিয়ম লাঘু হচ্ছে।

গোয়া- কেরল থেকে গোয়ায় গেলে RT-PCR নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক।

পশ্চিমবঙ্গ- পুনে, মুম্বই, চেন্নাই থেকে প্লেনে যাঁরা বাংলায় আসবেন তাঁদের সকলকে RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখা হবে। ৮ অগস্ট থেকে চালু হবে এই নতুন নিয়ম। বিমান ছাড়ার ৭২ ঘণ্টা আগে পর্যন্ত করানো কোভিড টেস্টের রিপোর্ট গ্রাহ্য করা হবে।

অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড় এবং হরিয়ানায় যেতে হলে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই। অন্যদিকে রাজস্থান আর নাগাল্যান্ডের ক্ষেত্রে যদি ভ্যাকসিনের একটা ডোজ নেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে RT-PCR নেগেটিভ রিপোর্টের প্রয়োজনীয়তা নেই। এর পাশাপাশি ছত্তিসগড়, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং মেঘালয়ে যেতে হলে যদি আপনার ভ্যাকসিনের দুটো ডোজই নেওয়া হয়ে থাকে তাহলে RT-PCR নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই।

আরও পড়ুন- Small Town Travel: ভারতের ৪ অফবিট ছোট-শহরের সন্ধান রইল এখানে…

Next Article