নেট দুনিয়ায় অভিনব নজির! হংকংয়ে তৈরি হল বিশ্বের প্রথম ‘মিম মিউজিয়াম’

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 05, 2021 | 11:33 AM

বিশ্বের অভিনব এই মিউজিয়াম পরিদর্শনের জন্য প্রবেশমূল্য ধার্য করা হয়নি। অর্থাত্ এই মিউজিয়ামে রয়েছে অবাধ প্রবেশের অনুমতি।

নেট দুনিয়ায় অভিনব নজির! হংকংয়ে তৈরি হল বিশ্বের প্রথম মিম মিউজিয়াম
হংকংয়ে তৈরি হল বিশ্বের প্রথম 'মিম মিউজিয়াম'

Follow Us

নেট সার্ফিং যদি নেশা হয়, তাহলে অনলাইন হিউমার প্ল্যাটফর্ম 9GAG এ আপনাকে আসতেই হবে। সোশ্যাল মিডিয়ায় মিম অত্যন্ত জনপ্রিয়। এবার দর্শকদের জন্য মিম ও মজাদার বিষয়বস্তু নিয়ে আস্ত একটি মিউজিয়ামই গড়ে উঠেছে হংকংয়ে। অনলাইন প্ল্যাটফর্মকে আরও একধাপ উন্নতি ঘটিয়ে হংকংয়ে প্রথম বিশ্বের মিম মিউজিয়াম তৈরি করা হয়েছে।

হংকংয়ের কে১১ আর্ট মলে অবস্থিত এই যাদুঘরটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া হাস্যকর ভাইরাল ভিডিয়ো ও ছবি সংরক্ষিত করা হয়েছে। বাস্তবিকভাবে ইন্টারনেট কালচারে সেরা বিনোদনের সুযোগ-সহ মিমের ইতিহাস সম্বন্ধে দর্শকরা জ্ঞান অর্জন করতে পারবেন। প্রসঙ্গত, বিশ্বের অভিনব এই মিউজিয়াম পরিদর্শনের জন্য প্রবেশমূল্য ধার্য করা হয়নি। অর্থাত্ এই মিউজিয়ামে রয়েছে অবাধ প্রবেশের অনুমতি।

জানা গিয়েছে, ১০০টিরও বেশি মিম এই জাদুঘরে প্রদর্শিত করা হয়েছে। মোট সাতটি থেমে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে ট্রোল ফেস, ডজ, ডিস্ট্রাক্টেড বয়ফ্রেন্ড, ডিজাস্টার গার্ল ও আরও অনেক কিছুকে কেন্দ্র করে সুন্দর করে থিমগুলিকে ভাগ করা হয়েছে। পাকিস্তানের হতাশ ভক্ত সারিম আখতার , যিনি ২০১৯ সালে মিমির বিষয়বস্তু হয়েছিলেন তিনিও এই বিষয়ে টুইট করে জানিয়েছেন, দুরন্ত বভিডিয়োটি তাঁর বোন খুব উপভোগ করেছে।

কে১১-এর আর্ট মলের ওয়েবসাইটে প্রদর্শনী প্রোফাইল অনুযায়ী, মিমগুলির মধ্যে রসিকতা বা জোকসের সংখ্যাই বেশি। কীভাবে আমরা বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানগুলিকে নিয়ে ব্যহ্গ করি, সেলিব্রেট করি, সোশ্যাল মিডিয়ায় কীভাবে আমরা একটি সম্প্রদায় বা গোষ্ঠী ভেবে একটি আলাদা আত্মমর্যাদাবোধ করি, তার মূর্ত প্রতীক হল এই মিউজিয়াম। সঙ্গে রয়েছে ইন্টারনেটের আধুনিক সংস্কৃতি।

আরও পড়ুন: ভিড়-কোলাহল না-পসন্দ! ঘুরে আসুন দেশের এই ৫ অফবিট স্পটগুলিতে

Next Article