AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Tour: সার্থক জীবন! মাত্র ২১ বছর বয়সেই বিশ্বের প্রতিটি দেশ ঘুরে ফেলেছেন এই কন্যে

মাত্র ২১ বছর বয়সেই নিজের স্বপ্ন সফল করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন লেক্সি অ্যালফোর্ড। এখন বয়স যদিও ২৩ বছর। এখনই ১৯৭টি দেশ ঘুরে ফেলেছেন তিনি।

World Tour: সার্থক জীবন! মাত্র ২১ বছর বয়সেই বিশ্বের প্রতিটি দেশ ঘুরে ফেলেছেন এই কন্যে
বিশ্বের সর্বকনিষ্ঠা ভূপর্যটক লেক্সি অ্যালফোর্ড
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 9:25 PM
Share

আমাদের স্বপ্নের ভ্রমণের জায়গাগুলি নিয়ে লিস্ট তো করি, কিন্তু সেগুলি কবে স্বপ্ন সফল হবে তার কোনও নিশ্চয়তা নেই। মন কেমনের লিস্টগুলি দেখেই স্বপ্ন দেখার ইচ্ছেগুলো জাগিয়ে তোলে। কিন্তু হাতে গোনা কয়েকজনই বুকে সাহস নিয়ে ওই লিস্টগুলিকে পকেটে পুড়ে বাস্তবায়ন করতে অজানা পথে নেমে পড়েন। আর সেই কয়েকজনের মধ্যেই রয়েছে আজকের এক সফল পর্যটকের কীর্তির কথা। মাত্র ২১ বছর বয়সেই নিজের স্বপ্ন সফল করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন লেক্সি অ্যালফোর্ড। এখন বয়স যদিও ২৩ বছর। এখনই ১৯৭টি দেশ ঘুরে ফেলেছেন তিনি। বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা যিনি বিশ্বের সব দেশ ভ্রমণ করেছেন। অবিশ্বাস্য এক যাত্রার মধ্যে দিয়ে তিনি বিশ্বের প্রায় প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছেন। যার মধ্যে রয়েছে উত্তর কোরিয়াও।

প্রথমে বাবা-মার সঙ্গেই লেক্সি ভ্রমণ শুরু করেন। কারণ তাঁর মা ছিলেন একজন ট্রাভেল এজেন্সির মালিক। সেইসূত্রেই মাত্র ১৮ বছর বসেই প্রায় ৭০টি দেশ পাড়ি দিয়ে ফেলেছেন। অ্যালফোর্ড একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, তাঁর সবচেয়ে বড় স্বপ্নগুলির মধ্যে একটি ছিল একবছর তাঁর জীবন থেকে স্কুল বা কাজ কিছু থাকবে না। সেই সময়ে তিনি বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাবেন।

তাঁর মতে, বাবা-মা-ই তাঁকে বিশ্বজুড়ে প্রতিটি জীবনযাত্রার ছবি সামনে তুলে ধরেছিলেন। তার গুরুত্ব বুঝিয়েছিলেন। আর সেটাই তাঁর উপর প্রভাব পড়ে। গিজার পিরামিড থেকে শুরু করে কম্বোডিয়ার ভাসমান গ্রাম পর্যন্ত সব নিজের চোখে দেখে ফেলেছেন এই বয়সেই। বিশ্বজুড়ে তাঁর ব্যক্তিগত অতভিজ্ঞতা থেকেই তাঁর জ্ঞানের সম্পদ বাড়ে। আর এটাই তাঁর সৌভাগ্য বলে মনে করেন লেক্সি।

তাঁর এই ভ্রমণযাত্রায় কিছু নিজস্ব ব্যক্তিগত পছন্দ রয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার ডাইভিংয়ের জন্য পছন্দ করেন। তিনি পেশাদার ডুবুরিও বটে। তাঁর কথায়, ভেনেজুয়েলা অত্যন্ত সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই জায়গা এককথায় অসাধারণ।

একা একা ভ্রমণ করায় তাঁর জীবন এখনই নানা অভিজ্ঞতায় ভরপুর হয়ে গিয়েছে। বিশেষ করে স্বাধীনতা সম্পর্কে, জীবনের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে সে এই বয়সে আর পাঁচ মেয়ের থেকে অনেকটাই আলাদা। লেক্সির মতো বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন অনেকেই। যদি জীবনে কিছু করতে চান, তাহলে বিশ্বভ্রমণের মতো আনন্দদায়ক কিছু হতে পারে না।

আরও পড়ুন: Char Dham Yatra: তীর্থযাত্রীদের সুবিধার্থে আরও সহজ হচ্ছে চার ধাম যাত্রার রেজিস্ট্রেশন পদ্ধতি!