Solo Travel: সোলো ট্রাভেলারদের প্রথম পছন্দ হ্যানয়, কী রহস্য লুকিয়ে রয়েছে এশিয়ার এই শহরে?

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 30, 2023 | 11:00 AM

Vietnam: সম্প্রতি সোলো ট্রাভেল স্পট হিসেবে উঠে এসেছে হ্যানয়ের নাম। তথ্য অনুযায়ী, সারা বিশ্বজুড়ে গত একবছর গুগলে হ্যানয়ের সার্চ বেড়েছে ৯৪৬%। শতাব্দী-প্রাচীন স্থাপত্য ঘিরে রয়েছে হ্যানয়কে। একটা শহর একা ঘুরে দেখতে গেলে যা-যা প্রয়োজন, তা সব কিছু রয়েছে হ্যানয়ের কাছে। 

Solo Travel: সোলো ট্রাভেলারদের প্রথম পছন্দ হ্যানয়, কী রহস্য লুকিয়ে রয়েছে এশিয়ার এই শহরে?

Follow Us

পায়ের তলায় সর্ষে থাকলে সে মুখিয়ে থাকে বেড়াতে যাওয়ার জন্য। সঙ্গে কাউকে পেলে ভাল, নাহলেই একাই বাক্স-প্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ে। আবার কেউ-কেউ নিজেকে প্রকৃতির মাঝে খুঁজে বেরিয়ে পড়ে ‘সোলো ট্রাভেল’-এ। কোভিড পরবর্তী সময় থেকে বেড়েছে এই ‘সোলো ট্রাভেল’-এর নেশা। দেশের মধ্যে শুধু নয়, বিদেশেও এখন মানুষ একা পাড়ি দিচ্ছেন। ভারতীয়দের মধ্যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মলদ্বীপ, ভিয়েতনামের মতো এশিয়ার দেশগুলো ভ্রমণের চাহিদা বেশি। কিন্তু এর মধ্যে ‘সোলো ট্রাভেল’-এর জন্য কোনটি আদর্শ ডেস্টিনেশন জানেন? গুগল বলছে, সোলো ট্রাভেলারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হ্যানয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে সবচেয়ে বেশি ঘুরতে দেখা যায় সোলো ট্রাভেলারদের।

সম্প্রতি সোলো ট্রাভেল স্পট হিসেবে উঠে এসেছে হ্যানয়ের নাম। তথ্য অনুযায়ী, সারা বিশ্বজুড়ে গত একবছর গুগলে হ্যানয়ের সার্চ বেড়েছে ৯৪৬%। প্রতিবছর বন্ধুবান্ধব, পরিবার-পরিজনের সঙ্গে বহু মানুষ ভিয়েতনাম ঘুরতে যান। বছরভর এই দেশে ভিড় লেগে থাকে বিদেশি পর্যটকদের। তার মধ্যে রয়েছে সোলো ট্রাভেলারও। কিন্তু হ্যানয় সোলো ট্রাভেলারদের জন্য আদর্শ কেন? চলুন জেনে নেওয়া যাক।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়। স্থাপত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক দিয়ে এই শহর সমৃদ্ধশালী। এখানকার মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। সেগুলো অন্বেষণ করতে অনেকেই আসেন হ্যানয়তে। তবে, রেললাইনের ধারে ক্যাফে, দোকানপাট হ্যানয়ের বিশেষত্ব। তাছাড়াও ভিয়েতনামের স্ট্রিট ফুডের স্বাদ নেওয়া যায় এই শহরে। কম দামে ফ্যাশনবল জামাকাপড়ও পাওয়া যায় হ্যানয়ের বুকে। আর শহরের মাঝে থাকা হোয়ান কিয়েম লেকের ধারে বসে নিজের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ রয়েছে এখানে। একটা শহর একা ঘুরে দেখতে গেলে যা-যা প্রয়োজন, তা সব কিছু রয়েছে হ্যানয়ের কাছে।

শতাব্দী-প্রাচীন স্থাপত্য ঘিরে রয়েছে হ্যানয়কে। এশিয়ান সংস্কৃতির সঙ্গে পরিচয় করতে গেলে একবার ঘুরে আসা দরকার হ্যানয়। ওয়াটার পাপেট থিয়েটার, হ্যানয় অপেরা হাউসের মতো সাংস্কৃতিক মঞ্চ ঘুরে দেখার সুযোগ রয়েছে এখানে। এই শহরে যেমন কয়েক শতকের পুরনো ঐতিহাসিক মন্দির রয়েছে, তেমনই রয়েছে বৌদ্ধ মন্দির। ১৫ শতকে তৈরি পারফিউম প্যাগোডা। এই বৌদ্ধ মন্দির ভিয়েতনাম ট্রিপের অন্যতম আকর্ষণ। সড়কপথ, জলপথ পেরিয়ে পৌঁছাতে হয় এখানে।

এশিয়ার জনপ্রিয় শহরগুলোর হ্যানয় অন্যতম। বেড়াতে গেলে আপনি যেমন সেই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চান, সেখানকার খাবার চেখে দেখতে চান, প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, আবার প্রিয়জনদের জন্য শপিংও করতে চান, এগুলো সব কিছুই পাওয়া যায় হ্যানয়ের বুকে। আর বাজেটের দিক দিয়েও ফিট বসে হ্যানয়ে। ২০ হাজারের মধ্যে বিমান ভাড়া। থাকা-খাওয়া নিয়ে গোটা ট্রিপ ৫০-৬০ হাজারেরই হয়ে যায়।

Next Article