হোটেলের ফেক বুকিং থেকে পর্যটকদের বাঁচাতে কী পদক্ষেপ নিল মহারাষ্ট্র?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 06, 2021 | 4:57 PM

কোনও ভ্যাকেশন হোম তৈরি হলে সেখানে গিয়ে পরিদর্শন করবে মহারাষ্ট্র পুলিশ। খতিয়ে দেখবে কোনও ধরনের সমস্যা আছে কিনা।

হোটেলের ফেক বুকিং থেকে পর্যটকদের বাঁচাতে কী পদক্ষেপ নিল মহারাষ্ট্র?

Follow Us

মহারাষ্ট্রে চালু হল নয়া ভেকেশন রেন্টাল হোম পলিসি। এই প্যান্ডেমিকের সময় অনেকেই হোটেলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ভাড়া বাড়িকে। অর্থাৎ, যেসব বাড়ি বেড়াতে গিয়ে অল্পদিনের জন্য ভাড়া করা যায়। মহারাষ্ট্রে বেড়াতে আসা বহু পর্যটক ইদানিং এই রেসিডেন্সিয়াল বাড়ি গুলিকেই ভাড়া করছেন কয়েকদিন থাকার জন্য। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে মহারাষ্ট্র সরকার হস্তক্ষেপ করছে বিষয়টিতে। বদল আনছে ভ্যাকেশন হোমের পলিসিতেও।

কী আছে সেই নতুন পলিসিতে? কোনও ভ্যাকেশন হোম তৈরি হলে সেখানে গিয়ে পরিদর্শন করবে মহারাষ্ট্রের পুলিশ। খতিয়ে দেখবে কোনও ধরনের সমস্যা আছে কিনা। রেন্টাল হোমের নামে কোনও অসাধু কাজকর্ম হচ্ছে কিনা। হোমের অতিরিক্ত ভাড়া কমানোর বিষয়ের দিকেও নজর দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র টুরিজিমের প্রধান সচিব ভালসা নায়ার সিং জানিয়েছেন, “মফস্বলে অবস্থিত রেন্টাল হোমগুলির অতিরিক্ত ভাড়া। সেই ভাড়া কমানোর দিকে আমরা লক্ষ্য রাখছি। অনেক সময় পর্যটকরা হোম ভাড়া করে এসে দেখেন, সেখানে তেমন কোনও হোমই নেই। কিছু ফেক অ্যাপের কারণে এটা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ক্যারাভানেও অনেকে যাত্রা করেন। ফলে ক্যারাভান পার্ক করার উপযুক্ত জায়গাও পাওয়া গিয়েছে। রাইগাদ দুর্গের কাছে রয়েছে সেই পার্কিংয়ের জায়গা। পর্যটকরা সেখানে গাড়ি পার্ক করতে পারেন। খুশির খবর হল, ক্যারাভান পার্ক করার জন্য জায়গা তৈরির বিষয়ে বহু ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্যে ক্যারাভান কালচার তৈরি করতে আমাদের আরও ২ বছর সময় লেগে যাবে।”

আরও পড়ুনগর্ভবস্থায় ভ্রমণের কথা ভাবছেন? কী কী বিষয় মাথায় রাখবেন জানুন…

গোয়াকে ঘিরে কত অজানা গল্প; জানেন সেই হদিশ?

Next Article