World Heritage Day 2022: ভারতের এই ঐতিহ্যবাহী স্থানগুলিতে ছুটি কাটাতে যাবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 18, 2022 | 2:24 PM

Incredible India: ইউনেস্কো প্রতি বছর প্রায় ২৫টি ঐতিহ্যবাহী স্থানকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে, যাতে সেই স্থানের ঐতিহ্যগুলোকে রক্ষা করা যায়।

World Heritage Day 2022: ভারতের এই ঐতিহ্যবাহী স্থানগুলিতে ছুটি কাটাতে যাবেন নাকি?
তাজমহল, উত্তরপ্রদেশ
Image Credit source: gettyimages.in

Follow Us

প্রতি বছর ১৮ এপ্রিল বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব ঐতিহ্য দিবস (ওয়ার্ল্ড‌ হেরিটেজ ডে) (World Heritage Day 2022)। এই দিনটি প্রতিটি দেশের জন্য বিশেষ যারা তাদের সংস্কৃতির সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য, অনন্য বিল্ডিং শৈলী, ভবন এবং স্মৃতিসৌধ সংরক্ষণ করতে চায় এবং আগামী প্রজন্মের কাছে তাদের গুরুত্ব সম্পর্কে বলতে চায়। ইউনেস্কো (UNECO) প্রতি বছর প্রায় ২৫টি ঐতিহ্যবাহী স্থানকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে, যাতে তার ঐতিহ্যগুলোকে রক্ষা করা যায়। ভারতেও বেশ কয়েকটি হেরিটেজ সাইট রয়েছে। ভারতের এই সাইটগুলি আমাদের সংস্কৃতি তুলে ধরে।

তাজমহল, উত্তরপ্রদেশ

বিশ্বের সপ্তাম আশ্চর্য হল ভারতের তাজমহল। এটি আদতে সমাধি মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান তাঁর তৃতীয় স্ত্রী বেগম মমতাজ সম্মানে তাঁর কবরের ওপর নির্মাণ করেছিলেন। বেগম মমতাজ মহলের মৃত্যুর পর সম্রাট এর নির্মাণ কাজ শুরু করেন। ১৬৩১ সালে বেগম মমতাজ মহল মারা যান। তাজমহল নির্মিত হয়েছিল ১৬৩২ সালে। এটি ১৯৮৩ সালে ক্যাটাগরি I-এর অধীনে একটি সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

অজন্তা গুহ, মহারাষ্ট্র

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত অজন্তা গুহাগুলি বৌদ্ধ ধর্মীয় শিল্পের মাস্টারপিস হিসাবে স্বীকৃত। খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে প্রায় ৪৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৩০টি শিলা-কাটা বৌদ্ধ গুহা স্মৃতিস্তম্ভ রয়েছে। ভারতে আসা বিভিন্ন মধ্যযুগীয় চীনা বৌদ্ধ পর্যটকদের স্মৃতিচারণে, সেই সঙ্গে ১৭ শতকের গোড়ার দিকে আকবর-যুগের মুঘলদের নিদর্শনও রয়েছে। অজন্তা গুহাগুলিও ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

কোনার্ক‌ সূর্য মন্দির, ওড়িশা

ওড়িশার কোনার্ক সূর্য মন্দির, যা ‘ব্ল্যাক প্যাগোডা’ নামেও পরিচিত। ওডিশার কোনার্কের এই সূর্য মন্দির ১৩শ শতাব্দীর। এটি বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে মহানদী ব-দ্বীপে ২৪টি চাকা বিশিষ্ট সূর্যের রথের আকারে তৈরি করা হয়েছে।

সাঁচির স্তূপ, মধ্যপ্রদেশ

ভারতের মধ্য প্রদেশ রাজ্যের রাইসেন জেলায় অবস্থিত। এটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। সাঁচির বৌদ্ধ স্মৃতিস্তম্ভগুলি হল বৌদ্ধ কাঠামোর একটি সিরিজ যা খ্রিস্টপূর্ব ২০০ থেকে ১০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি করা হয়েছে। ইউনেস্কো এটির অনন্য সাংস্কৃতিক তাৎপর্যের কারণে এটিকে ২৪ জানুয়ারি ১৯৮৯ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করে।

মহাবোধি বিহার মন্দির, বিহার

মহাবোধি বিহার বা মহাবোধি মন্দির হল বোধগয়ায় অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ বিহার। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এই মন্দিরটি বিহারের গয়াতে অবস্থিত। এটি একই স্থানে দাঁড়িয়ে আছে যেখানে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে জ্ঞান লাভ করেছিলেন। এটি বোধি গাছের বংশধর, যার অধীনে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন এবং এটি দুই হাজার বছরেরও বেশি সময় ধরে একটি হিন্দু ও বৌদ্ধ তীর্থস্থান।

আরও পড়ুন: বৈশাখে বিয়ে? মধুচন্দ্রিমার ডেস্টিনেশন খুঁজে নিন ১০ হাজারের টাকার মধ্যে

Next Article