চা বানিয়ে পাতা ভুলেও ফেলে দেবেন না, বরং এভাবে ব্যবহার করুন
এক্ষেত্রে অনেকেই চা তৈরির পর চা পাতা ফেলে দেন। কিন্তু জানেন কি, চা তৈরির পর এই ফেলে দেওয়া চা পাতাই লাগতে পারে নানা কাজে। রোজকার ছোটখাটো অনেক সমস্যাই দূর হতে পারে এই ব্যবহার হওয়া চা পাতায়। কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন চটজলদি টিপস।

প্রায় প্রতিটি বাড়িতেই দুবেলা অন্তত চা হয় নিয়ম করে। কেউ দুধ চা পান করেন, কেউ দুধ ছাড়া। এক্ষেত্রে অনেকেই চা তৈরির পর চা পাতা ফেলে দেন। কিন্তু জানেন কি, চা তৈরির পর এই ফেলে দেওয়া চা পাতাই লাগতে পারে নানা কাজে। রোজকার ছোটখাটো অনেক সমস্যাই দূর হতে পারে এই ব্যবহার হওয়া চা পাতায়। কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন চটজলদি টিপস।
বেশিরভাগ মানুষই চা তৈরির পর চায়ের পাতা ডাস্টবিনে ফেলে দেন। অনেকে আবার সেই পাতা কাজে লাগান গাছের সার হিসেবে। তবে সেই চায়ের পাতায় চিনি থাকলে, গাছের একদম দফারফা। তবে চায়ের পাতা অন্যান্য ব্যবহার জানলে চমকে উঠবেন। তাই চায়ের পাতা ফেলে দেওয়ার আগে পড়ে ফেলুন।
চায়ের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্য়ান্টি অক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে অনায়াসে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিন। দেখবেন আরাম পাবেন। ঝটপট ক্ষতস্থান শুকিয়েও যাবে।
দিনের বেশিরভাগ সময়টা কাটে কম্পিউটারে? ব্যবহার করা চাপাতা ভালো করে ঠান্ডা করে একটা পরিষ্কার কাপড়ে ভরে চোখে হালকা শেক দিন। দেখবেন, চোখ রিল্য়াক্স হবে।
বাড়ির আসবাবপাত্রের যত্নে দারুণ কাজ করে ব্যবহার হওয়া চাপাতা। একবার ব্যবহার হওয়া চাপাতা দিয়ে তৈরি লিকার দিয়ে আসবাবপত্র পরিষ্কার করুন। দেখবেন ঝকঝকে থাকবে।
