শীত মানেই পার্টি আর হই হুল্লেড় লেগেই থাকে। মন খুলে সাজার দিন কিন্তু শীতকাল। হরেক পোশাকে যেমন ফ্যাশন করা যায় তেমনই দেখতেও লাগে সুন্দর। ওভার কোট, জ্যাকেট কিংবা ফুল স্লিভ ড্রেসে সাজলে কিন্তু বেশ স্মার্ট লাগে।
তবে অনেকেই সমস্যায় পড়েন মেকআপ নিয়ে। কনকনে ঠান্ডায় মেকআপ অনেকেই এড়িয়ে যেতে চান। কারণ মেকআপ করার পর তা তোলাটা অনেক বেশি কষ্ট মনে করেন তাঁরা। এছাড়াও এই সময় ত্বক শুষ্ক থাকে। মেকআপের পর তা যেন আরও বেশি শুকনো লাগে। এমন অবস্থার জন্যেও কিন্তু অনেকে এই সময় মেকআপ এড়িয়ে চলেন।
তাই শীতে সকলকেই যেটা করতে হবে তা হল নিয়মিত স্ক্রাব করতে হবে। শীতে ক্রিম, ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করা হয়। ফলে ত্বকের উপর পুরু ময়লার আস্তরণ পড়ে। মুখ ভাল করে ধুয়ে নিয়ে এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
এরপর প্রাইমার, ফাউন্ডেশন লাগান। ত্বক বেশি শুষ্ক হলে ফেস পাউডার বাদ দিন। পরিবর্ত হিসেবে ক্রিম ব্লাশ লাগিয়ে নিতে পারেন। সুন্দর করে কাজল পরুন। ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক লাগান। সব হয়ে গেলে দূর থেকে মেকআপ ফিক্সার হিসেবে রোজ ওয়াটার স্প্রে করে নিন। এতে মুখের তরতাজা ভাব বজায় থাকবে। সেই সঙ্গে শুকনোও লাগবে না।